জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে কম্বল ও টাকা দেওয়ার কথা বলে যমুনা বেগম (৬০) নামের এক বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল খুলে নিয়ে চম্পট দিয়েছে তিন প্রতারক। শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
যমুনা বেগম উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের খোরশেদ মিয়ার স্ত্রী। যমুনা বেগম জানান, শনিবার সকালে বাড়ি থেকে মির্জাপুর বাজারে আসেন তিনি। কয়েক দিন আগে ২৫ হাজার টাকা দিয়ে কানের দুল এবং কয়েক বছর আগে ১৭ হাজার টাকা দিয়ে গলার চেইনটি কিনেছিলেন। আমাকে কম্বল ও টাকার লোভ দেখিয়ে সর্বনাশ করেছে।
জানা গেছে, তিনি সকাল সাড়ে ১০টার দিকে অগ্রণী ব্যাংকের সামনে মেইন রোডে ভাসমান ১০০ টাকার দোকান থেকে কয়েকটি তৈজস ক্রয় করেন। এ সময় তিন প্রতারকের একজন তার কাছে গিয়ে ডেকে ব্যাংকের সামনে নিয়ে আসেন। বলেন বাসস্ট্যান্ড এলাকায় কম্বল ও ১৫০০ টাকা দেওয়া হচ্ছে, আপনি নেবেন। যমুনা বেগম নিতে রাজি হলে প্রতারক বলেন, কম্পিউটারে আপনার ছবি তুলতে হবে এ জন্য কানের দুল ও গলার চেইন খুলতে হবে বলে প্রতারক সেগুলো খুলে নেয়। যমুনা বেগমের সঙ্গে থাকা চালের ব্যাগটিও নিয়ে যায় প্রতারকরা।
কিছু সময় পর যমুনা বেগম বুঝতে পারে তার গলার চেইন, কানের দুল ও চালের ব্যাগ নিয়ে গেছে। এরপর হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। মির্জাপুর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, এ ধরনের কোনো অভিযোগ পাইনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।