ভারতের বাজারে Vivo V60 5G ফোনটি 36,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি বাজারে লঞ্চের পর কোম্পানির পক্ষ থেকে ‘ভি’ সিরিজের Vivo V50e 5G ফোনটির দাম কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে সেল করা হয়, বর্তমানে দুটি ভেরিয়েন্টে 2,000 টাকার প্রাইস ড্রপ করা হয়েছে। আজ থেকে কম দামে Vivo V50e 5G ফোনটি কেনা যাবে। নিচে দেওয়া টেবিলের মাধ্যমে ফোনটির অফার ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo V40e 5G ফোনের 8GB RAM সহ ভেরিয়েন্ট দুটি স্টোরেজ অপশনে পাওয়া যায়। 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 26,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 28,999 টাকা দামে কেনা যাচ্ছে।
করা হয়েছিল। এটি কোম্পানির পক্ষ থেকে জারি হওয়া পার্মানেন্ট প্রাইস ড্রপ, যা অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে পাওয়া যাবে। এই ডিসকাউন্ট উপভোগ করার জন্য কোনো ধরনের স্পেশাল ব্যাঙ্কের ডেভিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না।
V40e স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফান টাচ ওএস 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo V40e স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর দেওয়া হয়েছে।
আমাদের টেস্টে ফোনটি 6,88,905 আনটুটু স্কোর পেয়েছে। একইসঙ্গে 8GB এক্সন্টেটেড RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত স্টোরেজ পারফরমেন্স পাওয়া যাবে।
সেলফি এবং ভিডিও কলের জন্য 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড এফ/2.0 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আই AF গ্রুপ সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
Vivo V40e স্মার্টফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/2.0 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল OIS সোনি আইএমএক্স882 সেন্সর এবং 116° ফিল্ড অফ ভিউ সহ এফ/2.2 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে।
Vivo V40e স্মার্টফোনটি 6.77 ইঞ্চির ফুলএইচডি+ বড়ো 3D কার্ভ এমোলেড ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট ও 1800 নিটস ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।
এই ভিভো ফোনটিতে ইন-ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 15 ঘন্টা 51 মিনিট পিসিমার্ক ব্যাটারি স্কোর পেয়েছে। এই ব্যাটারি 20% থেকে 100% চার্জ হতে 42 মিনিট সময় নিয়েছে।
ব্যাটারি এবং ফাস্ট চার্জিং স্পীডের দৌলতে Vivo V50e ফোনটি এই বাজেটের বেস্ট অপশনগুলির মধ্যে একটি হয়ে দাঁড়ায়। তবে এই রেঞ্জে Vivo V50e ফোনটির পর বাজারে উপস্থিত Motorola Edge 60 Pro ফোনটিতে 6,000mAh এবং realme 15 ফোনটিতে 7,000mAh ব্যাটারি রয়েছে। এই সপ্তাহে লঞ্চ হওয়া 27,999 টাকা দামের OPPO K13 Turbo ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
পারফরমেন্সের ক্ষেত্রে Vivo V50e ফোনটি হেভি প্রসেসিং সামলাতে সক্ষম। অন্যদিকে আমাদের ইন-হাউস টেস্টিঙে এই প্রাইস সেগমেন্টের Motorola Edge 60 Pro ফোনটি AnTuTu স্কোর 14,40,382 এবং OPPO K13 Turbo ফোনটি AnTuTu স্কোর 16,49,304 পেয়েছে, যা Vivo V50e ফোনটির 6,88,905 স্কোরের তুলনায় অনেকটাই বেশি। তবে স্লিক ডিজাইন, ফটোগ্রাফি এবং ব্র্যান্ড প্রেফারেন্সের ভিত্তিতে ইউজাররা Vivo V50e ফোনটি কিনতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।