Advertisement
জুমবাংলা ডেস্ক:রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি মালবাহী কনটেইনারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
শনিবার (৭ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, কমলাপুরে রেলস্টেশনের ভেতরে একটি মালবাহী কনটেইনারে আগুন লেগেছে। বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সদর দপ্তর থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।