পারিবারিক আয়োজনে ২০২৪-এর ১২ জানুয়ারি বিয়েবন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহেমদ জোভান। বিয়ের কথা জানিয়ে সেসময় ফেসবুকে এই অভিনেতা লিখেছিলেন, ‘আমরা উভয়ে আলহামদুলিল্লাহ্, কবুল বললাম।’

পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, একটি মেয়ের হাত উঁচু করে ধরে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন এই অভিনেতা। কিছুটা দূরে ঝাপসা হয়ে আছে পাত্রীর মুখ।
এদিকে বিয়ের প্রায় দুই বছর হলো তার। সবই ঠিকঠাক চলছে। কিন্তু গতকাল বুধবার (৭ জানুয়ারি) হঠাৎ এক ফেসবুক ভিডিওবার্তায় দুঃখ প্রকাশ করলেন জোভান। ক্যাপশনে লিখেছেন, ‘আমি দুঃখিত।’
ভিডিওতে তিনি জানান, কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জোভান। সেখানে ব্যক্তিগত কিছু বিষয়ে ভুল তথ্য দিয়েছেন তিনি। এজন্য দুঃখ প্রকাশ করলেন। ব্যক্তিগত বিষয়টি উল্লেখ না করলেও জানা যায়, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে প্রেম সংক্রান্ত ব্যাপারে কথা বলেছিলেন এই অভিনেতা।
জোভান ভিডিওতে বলেন, ‘সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিছু ভুল কথা বলেছি। এজন্য আমি আজ সবার সামনে বলতে চাই, যেসব কথা বলেছি, সেসব মন থেকে আসেনি। কথাগুলো স্ক্রিপটেড ছিল, সবই ছিল সাজানো।’
জোভান যখন কথাগুলো বলছিলেন, তখন পাশেই বসা ছিল তার স্ত্রী। অভিনেতা বলেন, ‘আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেসব শিখিয়ে দেওয়া হয়েছিল আমায়। আর এ সময় সামনে চিঠি এনে সেটি দেখে পড়তে থাকেন তিনি। অভিনেতা বলেন, ওই অনুষ্ঠানে কিছুটা বেশিই বলেছি আমি। এসব বলা ঠিক হয়নি আমার।’
জোভান অকপটে কথাগুলো বলার পরই পেছনে স্ত্রীর দিকে তাকান। স্ত্রী তার কথায় সম্মতি দিতেই দু’জনেই হাসতে থাকেন। এরপর আবার অভিনেতা বলেন, ‘দুঃখিত, সেদিন আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলার জন্য আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আশা করি, বউ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আমাকে।’
তারপর স্ত্রীর দিকে তাকিয়ে মজা করে বলেন, ‘আর তো বলার নেই কিছু। সবই তো বলেছি। এ সময় তার স্ত্রীও হাসতে থাকেন।’
এদিকে, কিছুদিন আগে একটি পডকাস্ট অনুষ্ঠানে প্রথমবারের মতো ব্যক্তিজীবনের কিছু না বলা অভিজ্ঞতা শেয়ার করেন জোভান। সেখানে কথা বলার একপর্যায়ে তিনি জানান, অভিনয় জীবনের ক’বছর পর একটি সম্পর্কে জড়িয়েছিলেন। যেটি মাত্র একমাস টিকেছিল। কিন্তু তারপরই জীবনে তীব্র মানসিক চাপ নেমে আসে তার। তখন নিজেকে সামলাতে বেশ কষ্ট হয়েছিল। এমনও নাকি হয়েছে, মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুরমত কান্না করেছেন। আর জোভানের এই বক্তব্য পরবর্তীতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


