আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে স্বর্ণের মজুতে এগিয়ে থাকা ২০টি দেশের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া। তালিকায় শীর্ষ আমেরিকা এবং নিচে রয়েছে স্পেন।
স্বর্ণের মজুতে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন স্বর্ণ মজুত আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩ হাজার ৩৫২ দশমিক ৬৫ টন স্বর্ণ নিয়ে দ্বিতীয় অবস্থানে জার্মানি, ২ হাজার ৪৫১ দশমিক ৮৪ টন স্বর্ণ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি, ২ হাজার ৪৩৬ দশমিক ৮৮ টন স্বর্ণ নিয়ে চতুর্থ ফ্রান্স, ২ হাজার ৩৩২ দশমিক ৭৪ টন স্বর্ণ নিয়ে পঞ্চম রাশিয়া এবং ২ হাজার ১৯১ দশমিক ৫২ টন স্বর্ণ নিয়ে ষষ্ঠ অবস্থান রয়েছে চীন।
এ ছাড়া স্বর্ণ মজুত তালিকায় যথাক্রমে সুইজারল্যান্ড, জাপান, ভারত, নেদারল্যান্ডস, তুরস্ক, তাইওয়ান, উজবেকিস্তান, পর্তুগাল, পোল্যান্ড, সৌদি আরব, যুক্তরাজ্য, কাজাখস্তান, লেবানন ও স্পেন রয়েছে।
উল্লেখ্য, একটি দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে, নাকি কোনো বিপদের মুখোমুখি হতে যাচ্ছে, তা নির্ধারণে স্বর্ণের মজুত বিশেষ ভূমিকা রাখে। বিশেষত অর্থনৈতিক অনিশ্চয়তার সময় তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।