লাইফস্টাইল ডেস্ক : চাকরির ইন্টারভিউগুলি সব সময় খবরের শিরোনামে থাকে। আসলে ইন্টারভিউ চলাকালীন প্রার্থীদের এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান। তবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আসা হয়েছে, যা বিগত কয়েক বছরের ইন্টারভিউগুলিতে করা হয়েছিল…
১) প্রশ্নঃ কোন দেশের পতাকা উল্টোদিকেও একই রকম লাগে?
উত্তরঃ জাপান।
২) প্রশ্নঃ বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র কোনটি?
উত্তরঃ নেপাল।
৩) প্রশ্নঃ কোন দেশের রাষ্ট্রপতির মেয়াদ এক বছর হয়?
উত্তরঃ সুইজারল্যান্ড।
৪) প্রশ্নঃ এমন কোন প্রশ্ন যার উত্তর প্রতি মিনিটে পরিবর্তিত হয়?
উত্তরঃ ‘আপনার ঘড়িতে কয়টা বাজে’?
৫) প্রশ্নঃ কোন ফল যার বীজ ফলের বাইরে থাকে?
উত্তরঃ স্ট্রবেরি (Strawberries)।
৬) প্রশ্নঃ কী সেই জিনিস যেটা মাসে একবার আসে এবং ২৪ ঘন্টা পূর্ণ হতে চলে যায়?
উত্তরঃ তারিখ।
৭) প্রশ্নঃ সকালে সবুজ, বিকালে কালো, সন্ধ্যায় নীল এবং রাতে সবুজ দেখায় এমন কি?
উত্তরঃ বিড়ালের চোখ।
৮) প্রশ্নঃ গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত (Grand Canyon) কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।
৯) প্রশ্নঃ স্টেনলেস স্টিল কি কি ধাতু নিয়ে গঠিত হয়?
উত্তরঃ লৌহ ও ক্রোমিয়াম।
১০) প্রশ্নঃ পৃথিবীর বায়ুমন্ডলে কত শতাংশ অক্সিজেন রয়েছে?
উত্তরঃ ২০.৬%
১১) প্রশ্নঃ ভারতের পশ্চিমদিকে শেষ দ্রাঘিমা রেখাটি কোন শহরের অবস্থিত?
উত্তরঃ নাগপুর (Nagpur)।
১২) প্রশ্নঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতীকে কোন প্রাণীকে প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ বাঘ।
১৩) প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তরঃ ভিটামিন-A
১৪) প্রশ্নঃ GST এর পুরো নাম কী?
উত্তরঃ Goods and Service Tax (গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স)।
নিরাহুয়ার সঙ্গে অঞ্জনার উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো নেট দুনিয়ায়
১৫) প্রশ্নঃ কোন পরীক্ষায় ফেল করলে আমরা ভীষণ খুশি হই?
উত্তরঃ কোনও মারাত্মক রোগের পরীক্ষায়। যদি সেখানে নেগেটিভ আসে তাহলে আমরা ভীষণ খুশি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।