জুমবাংলা ডেস্ক : বিমান, ট্রেন, বাস ছাড়াও যাতায়াতের অন্যতম মাধ্যম হল গাড়ি। ভারতবর্ষে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি বিক্রি হয়। কিছু বিদেশী কোম্পানিও এর সাথে যুক্ত। তবে আপনি কি জানেন এমনি একটি গাড়ি রয়েছে, যার নাম ভগবানের নামে রাখা হয়েছে? এর উত্তর জানা আছে কী? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।
১) প্রশ্নঃ জানেন ভারতবর্ষে স্বাধীনতার পর প্রথম কাকে ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তরঃ স্বাধীনতার পর ভারতে প্রথম নাথুরাম গডসে (Nathuram Godse) ও নারায়ন আপ্তেকে (Narayan Apte) ফাঁসি দেওয়া হয়েছিল।
২) প্রশ্নঃ আমাদের শরীরের কোন অংশে ব্যথা লাগলে সেটা প্রথম কোন অঙ্গ বুঝতে পারে?
উত্তরঃ মস্তিষ্ক।
৩) প্রশ্নঃ একটা রঙিন মাছকে সূর্যের আলো থেকে সম্পূর্ণ দূরে রাখলে কী হবে?
উত্তরঃ মাছটির দেহের রং বর্ণহীন বা ফ্যাকাশে হয়ে যাবে।
৪) প্রশ্নঃ জানেন কী ধরনের পেঁচা দেবী লক্ষীর বাহন?
উত্তরঃ সাদা লক্ষ্মী পেঁচা।
৫) প্রশ্নঃ কোন প্রাণীর রক্তের রঙ কালো?
উত্তরঃ আয়াম সেমানী (Ayam Cemani) নামক একটি উৎকৃষ্ট মানের মুরগির রক্তে রঙ কালো। আসলে এই মুরগিটি দেখতে কালো হওয়ার পাশাপাশি তার রক্ত, ডিম ও মাংস সবই কালো।
৬) প্রশ্নঃ পৃথিবীর মোট কতগুলি দেশে করোনা (Corona) মহামারী ছড়িয়ে ছিল?
উত্তরঃ ২১১টি দেশে করোনা মহামারী ছড়িয়েছিল।
৭) প্রশ্নঃ পৃথিবীর যমজ বোন বলা হয় কোন গ্রহকে?
উত্তরঃ শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বোন বলা হয়।
৮) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় হল সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়।
৯) প্রশ্নঃ আমাদের শরীরে প্রতিদিন কত লিটার করে মূত্র তৈরি হয়?
উত্তরঃ ১.৫ লিটার।
১০) প্রশ্নঃ জানেন কোন গাড়িটির নাম ভগবানের নামে রাখা হয়েছে?
উত্তরঃ ভগবানের নামে রাখা গাড়ির নাম হল মারুতি (Maruti), যা হনুমানজির আসল নাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।