জুমবাংলা ডেস্ক : চাকরির পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। যারা ইন্টারভিউ নেন তারা সাধারণ জ্ঞান থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনাগুলির সম্পর্কে জিজ্ঞাসা করেন। আবার কখনো কখনো প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু ডাবল মিনিং প্রশ্ন করে থাকেন যা শুনে অনেকেই ঘাবড়ে যান। কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনিও সহজে উত্তর দিতে পারবেন…

১) প্রশ্নঃ ইন্দিরা গান্ধী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ হরিয়ানা (Haryana)।
২) প্রশ্নঃ আন্দামান সাগর সংলগ্ন কোন দেশটি অবস্থিত?
উত্তরঃ বার্মা (Burma)।
৩) প্রশ্নঃ গ্যালিলিওর যে বছরে মারা যান সেই বছরে কোন বিখ্যাত বিজ্ঞানী জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton)।
৪) প্রশ্নঃ বায়ুর দিক নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ উইন্ড ভেন (Wind vane)।
৫) প্রশ্নঃ কোনটির মাধ্যমে উদ্ভিদে খাদ্য উৎপাদনের স্থানান্তর ঘটে?
উত্তরঃ ফ্লোয়েম (Phloem)।
৬) প্রশ্নঃ আপেক্ষিক আর্দ্রতা কখন হ্রাস পায়?
উত্তরঃ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে।
৭) প্রশ্নঃ সবচেয়ে বেশি বক্সাইট (bauxite) উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
৮) প্রশ্নঃ কোন ভারতীয় শাসক আকবরের সমসাময়িক ছিলেন?
উত্তরঃ রানী দুর্গাবতী (Durgavati)।
Image
৯) প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম পিরামিড (pyramid) কোন দেশে অবস্থিত?
উত্তরঃ অনেকেই ভাবেন মিশর, আসলে বিশ্বের বৃহত্তম পিরামিড মেক্সিকোতে রয়েছে।
১০) প্রশ্নঃ ভারতে আসা ইংরেজদের প্রথম জাহাজটির নাম কী ছিল?
উত্তরঃ রেড ড্রাগন (Red Dragon)।
১১) প্রশ্নঃ কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেন্টিগ্রেটেড স্কেল উভয়ের মান একই হয়?
উত্তরঃ -৪০° তে।
১২) প্রশ্নঃ কোন দেশের ভূপৃষ্ঠের অধিকাংশই সমুদ্রপৃষ্ঠের নিচে?
উত্তরঃ নেদারল্যান্ড (Netherlands)।
১৩) প্রশ্নঃ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ভিয়েনায় (Vienna)।
১৪) প্রশ্নঃ আজ যেখানে হিমালয় অবস্থিত অতীতে সেখানে কি ছিল?
উত্তরঃ টেথিস (Tethys) নামে একটি মহীখাত।
১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস যা স্বামীর ছোট হোক বা বড়, বিয়ের পর কিন্তু স্ত্রীকে নিতেই হয়?
উত্তরঃ পদবী (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



