কোন জিনিস মেয়েদের তবে ব্যবহার করে ছেলেরা

মেয়ে

জুমবাংলা ডেস্ক : ইন্টারভিউ দেওয়ার নাম শুনে অনেক শিক্ষার্থী কিছুটা নার্ভাস হয়ে পড়েন। চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয় তখন সাধারণ জ্ঞানের পাশাপাশি জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আবার কখনো কখনো তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যার ফলে তারা সহজেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলো শুনে কঠিন মনে হলেও তার মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক…

মেয়ে

১) প্রশ্নঃ রক্তের যে উপাদানটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে তার নাম কী?
উত্তরঃ শ্বেত রক্তকণিকা।

২) প্রশ্নঃ নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিল?
উত্তরঃ বখতিয়ার খলজি ১১৯৩ সালে।

৩) প্রশ্নঃ ‘গ্যারান্টি সিস্টেম’ কোন সালে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৮৪৯ সালে, ভারতে নেটওয়ার্ক উন্নয়নের জন্য গ্যারান্টি সিস্টেম শুরু হয়েছিল।

৪) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে?
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস।

৫) প্রশ্নঃ আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তরঃ প্রতিবছর ৮ই মার্চ।

৬) প্রশ্নঃ কোন মহাদেশটি গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল না?
উত্তরঃ ইউরোপ।

৭) প্রশ্নঃ ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি?
উত্তরঃ গঙ্গা অববাহিকা।

৮) প্রশ্নঃ ইউক্রেনের রাজধানীর নাম কী?
উত্তরঃ কিয়েভ।

৯) প্রশ্নঃ নকরেক জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মেঘালয়।

১০) প্রশ্নঃ ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিলেন?
উত্তরঃ সম্রাট কুজুল কদফিসেস।

১১) প্রশ্নঃ রক্তচাপ পরিমাপ করতে কোন যন্ত্রের ব্যবহার হয়?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।

১২) প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম ফুলটির নাম কী?
উত্তরঃ র‌্যাফলেশিয়া।

১৩) প্রশ্নঃ সার্চ ইঞ্জিন গুগলের প্রতিষ্ঠা কে করেন?
উত্তরঃ ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।

১৪) প্রশ্নঃ এইডস এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Acquired Immuno Deficiency Syndrome) বা অর্জিত প্রতিরক্ষার অভাবজনিত রোগলক্ষণসমষ্টি।

জওয়ান সিনেমা দেখে হল থেকে বেরিয়েই অঝোরে কাঁদলেন ভক্ত, ভাইরাল ভিডিও

১৫) প্রশ্নঃ মেয়েদের এমন কী জিনিস আছে যা ছেলেরা ব্যবহার করে?
উত্তরঃ মেয়েটির নাম (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।