জুমবাংলা ডেস্ক : ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে আজকাল ধাঁধার পোস্টগুলি ভাইরাল হতে দেখা যায়। তবে ডবল মিনিং প্রশ্নগুলি দেখে লজ্জা পাওয়ার কিছু নেই। আসলে প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য এই ধরনের প্রশ্ন করা হয়। আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে সঠিক উত্তর দিতে পারবেন। এই প্রতিবেদনের মাধ্যমে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।
১) প্রশ্নঃ বিশ্বের কোন মহাদেশটির সর্বাধিক সংখ্যক দেশ রয়েছে?
উত্তরঃ আফ্রিকা মহাদেশের মোট ৫৪টি দেশ রয়েছে।
২) প্রশ্নঃ প্রথম বাঙালি সাংবাদিকের নাম কী?
উত্তরঃ গঙ্গা কিশোর ভট্টাচার্য।
৩) প্রশ্নঃ মানুষের জিভের অগ্রভাগ কোন স্বাদ গ্রহণ করে?
উত্তরঃ মিষ্টি জাতীয় খাবার।
৪) প্রশ্নঃ ইতিহাসে কাকে পাগলা রাজা বলা হয়?
উত্তরঃ মুহাম্মদ বিন তুঘলককে।
৫) প্রশ্নঃ দীনবন্ধু মিত্রের আসল নাম কি?
উত্তরঃ গন্ধর্বনারায়ন মিত্র।
৬) প্রশ্নঃ এমন একটা প্রাণীর নাম বলুন যে চোখ খোলা রেখে ঘুমাতে পারে?
উত্তরঃ মাছ, কারণ মাছের চোখের পাতায় নেই।
৭) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কী?
উত্তরঃ সুচেতা কৃপালিনী (উত্তর প্রদেশ)।
৮) প্রশ্নঃ একটা রক্তকণিকা আমাদের পুরো দেহ ঘুরে আসতে কত সময় নেয়?
উত্তরঃ ২২ সেকেন্ড।
৯) প্রশ্নঃ সূর্যের আলোতে নিয়মিত ১০-১৫ মিনিট থাকলে কোন রোগ ভালো হয়ে যায়?
উত্তরঃ বাতের ব্যথা এবং হাড় মজবুত হয়।
১০) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম নাটকের নাম কী?
উত্তরঃ বাল্মিকী প্রতিভা।
১১) প্রশ্নঃ কোন প্রাণী ব্লেডের উপর দিয়ে গেলেও শরীরের কোন অংশ কাটবে না?
উত্তরঃ শামুক।
১২) প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবথেকে ছোট দেশের নাম কী?
উত্তরঃ মালদ্বীপ।
১৩) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশের সমুদ্রের নিচে দিয়ে রেল চলে?
উত্তরঃ জাপান।
১৪) প্রশ্নঃ কত সালে প্লুটোকে বামন গ্রহ বলে মনে করা হয়েছিল?
উত্তরঃ ২০০৬ সালে।
১৫) প্রশ্নঃ কোন জিনিসটি মেয়েদের উপরে আর গাভীর নিচে থাকে?
উত্তরঃ চুল (মেয়েদের মাথায় চুল থাকে আর গাভীর লেজের নিচের অংশে)।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel