কোন জিনিস বছরে একবার আসে তবে রবিবারে ২ বার আসে

প্রশ্ন

জুমবাংলা ডেস্ক : লিখিত পরীক্ষায় পাশ করার পর যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন প্রার্থীদের উদ্দেশ্যে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান। আসলে তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এই ধরনের প্রশ্নগুলি করা হয়। তবে আপনিও যদি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তাহলে উত্তর দিতে পারবেন। এবার একনজরে দেখে নিন…

প্রশ্ন

১) প্রশ্নঃ একটি ওয়েবসাইট ব্রাউজারে ‘www’ বলতে কী বোঝায়?
উত্তরঃ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।

২) প্রশ্নঃ পার্থ, অ্যাডিলেড এবং ব্রিসবেন শহরগুলি কোন দেশের অন্তর্গত?
উত্তরঃ অস্ট্রেলিয়া।

৩) প্রশ্নঃ ডান থেকে বামে কতটি ভাষা লেখা হয়?
উত্তরঃ ১২টি ভাষা।

৪) প্রশ্নঃ দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানির নাম কী?
উত্তরঃ স্যামসাং।

৫) প্রশ্নঃ কোন দেশ আইসক্রিম আবিস্কার করে?
উত্তরঃ চীন।

৬) প্রশ্নঃ কোন দেশ মাথাপিছু সবচেয়ে বেশি চকোলেট খায়?
উত্তরঃ সুইজারল্যান্ড।

৭) প্রশ্নঃ কোনটি একমাত্র খাবার যা কখনো খারাপ হয় না?
উত্তরঃ মধু।

৮) প্রশ্নঃ দ্রুততম স্থল প্রাণী কী?
উত্তরঃ চিতা।

৯) প্রশ্নঃ ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগর ঘিরে রেখেছে কোন দেশকে?
উত্তরঃ ভারত।

১০) প্রশ্নঃ কোন দেশটি ১৪টি দেশের সাথে সীমানা ভাগ করেছে এবং ১১টি স্থানীয় সময় রয়েছে?
উত্তরঃ রাশিয়া।

১১) প্রশ্নঃ আফ্রিকার কোন প্রাণীটি ‘নদীর ঘোড়া’ নামে পরিচিত?
উত্তরঃ জলহস্তী।

১২) প্রশ্নঃ সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
উত্তর: শুক্র, যার তাপমাত্রা ৪৭৫ ডিগ্রি সেলসিয়াস।

১৩) প্রশ্নঃ মানুষের রক্তের রং লাল বর্ণ হওয়ার কারণ কি?
উত্তরঃ হিমোগ্লোবিন থাকার কারণে।

১৪) প্রশ্নঃ কি ভাঙা যায় কিন্তু কখনো ধরা হয় না?
উত্তরঃ প্রতিশ্রুতি।

মানুষ কেন প্রেমে পড়ে

১৫) প্রশ্নঃ কোন জিনিস বছরে একবার আসে আর রবিবারে দুইবার আসে, সেটা কী?
উত্তরঃ বছর লেখার সময় ‘ব’ অক্ষরটি একবার আসে আর রবিবার লেখার সময় দু’বার আসে।