জুমবাংলা ডেস্ক : বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় প্রতিদিনই নানান ইন্টারভিউ প্রশ্ন ভাইরাল হয়। বলে দিই, চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ের এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ হয়। চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ রাউন্ডও বেশ গুরুত্বপূর্ণ। এই ইন্টারভিউ রাউন্ডে যদি আপনি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে চাকরি পাওয়ার আশা ক্ষীণ হয়ে যায়। আর এই ইন্টারভিউ রাউন্ডে সহজ কিন্তু নার্ভাসনেসের কারণে মানুষ প্রশ্ন শুনে বিভ্রান্ত হয়ে পড়ে।
ইন্টারভিউয়ের সময় যে প্রশ্নগুলো করা হয় সেগুলো খুবই সহজ ও সরল যেগুলো দৈনন্দিন জীবনেও ব্যবহার করা হয়। কিন্তু অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য এমন 10টি প্রশ্নের একটি তালিকা নিয়ে এসেছি, যা আপনাদের ইন্টারভিউ রাউন্ডে জিজ্ঞাসা করা হতে পারে।
1) প্রশ্নঃ কে পাঁচ মিনিটের রাস্তা যেতে এক ঘণ্টা সময় নেয়?
উত্তর :- ভাবতেই পারেন কচ্ছপ জাতীয় কিছু, কিন্তু না। আসল উত্তর ঘণ্টার কাঁটা।
2. প্রশ্ন:গরু দুধ দেয়, মুরগি ডিম! কিন্তু এই দুটো জিনিসই কে দেয়?
উত্তর :- দোকানদার, এছাড়াও প্ল্যাটিপাস দুধ, ডিম উভয়ই দেয়।
3. প্রশ্নঃশৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অংশের বৃদ্ধি হয় না?
উত্তর: চোখ
4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?
উত্তরঃ পার্স।
5. প্রশ্ন: পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
উত্তরঃ শরৎকালে।
6. প্রশ্ন: বিশ্বে সবথেকে বেশি পোস্ট অফিস কোন দেশে আছে?
উত্তর:- ভারত।
7. প্রশ্ন: এমন কী জিনিস আছে, যেটা জল পান করলেই মরে যায়!
উত্তরঃ পিপাসা বা তৃষ্ণা।
8. প্রশ্নঃ সিগারেটকে বাংলায় কী বলে??
উত্তর: ধূমপান দণ্ড।
9. প্রশ্নঃএমন কী কাজ আছে, যা অবিবাহিত মহিলারা করলে সমাজে ছিঃ ছিঃ পড়ে যায়!
উত্তর: সিঁথিতে সিঁদুর দিলে।
10. প্রশ্নঃ কোন জিনিসটা মেয়েদের লম্বা আর ছেলেদের ছোটো হয়!
উত্তরঃ মাথার চুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।