ছবিটি জুম করে বলুন কোন মুখটা বেশি হাসি-খুশি? আপনার উত্তরই বলে দেবে আপনি বাস্তববাদী

অপটিক্যাল ইলিউশন

জুমবাংলা ডেস্ক : অপটিক্যাল ইলিউশন হল এমন ধরনের বস্তু বা ছবি যা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখলে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে এবং এতেই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের অনেকখানিই ধরা পড়ে।

অপটিক্যাল ইলিউশন

সাইকোলজির বিভিন্ন তত্ত্ব বলছে, আমরা জীবনের একটা সময় পার হয়ে যাওয়ার পর বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে নানা ঘটনার প্রভাব গ্রহণ করতে থাকি। তখন আমাদের মন একধরনের ফিল্টার ব্যবহার করে, তাতে শুধুমাত্র আমরা যা দেখতে চাই ঠিক সেই জিনিসগুলিই দেখতে পাই। অপটিক্যাল ইলিউশন হল এমন ধরনের বস্তু বা ছবি যা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখলে বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে এবং এতেই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের অনেকখানিই ধরা পড়ে। কেন না, প্রত্যেকটি মানুষই তাদের নিজেদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গীর সাহায্যে ছবিগুলিকে দেখতে চেষ্টা করে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই ভাইরাল ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওটিতে দাবি জানানো হয়েছে যে, যাঁরা সৎ ভাবে উত্তর দেবেন তাঁরা নিজদের ব্যক্তিত্বের পরীক্ষা করতে পারবেন। ভিডিওটিতে একটি অপটিক্যাল ইলিউশন ইমেজ রয়েছে , যা বিভিন্ন মানুষের কাছে ভিন্ন রকম অর্থে প্রকাশ পাবে।

TikTok ব্যবহারকারী @thesanzworld নামের একটি অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ছবি একই রকমের দেখতে দু’টি ইমোজি রয়েছে। কিন্তু ভাল করে দেখলে বোঝা যাবে ইমোজি দুটি একই ছবির মিরর ইমেজ। এবারে দর্শকদের ছবি দুটি দেখে বলতে হবে কোন ছবিটিতে হাসির ইমোজি রয়েছে বা কোন মুখটা বেশি খুশি-খুশি লাগছে?

এবারে আসা যাক্ ছবিটির বিশ্লেষণে। পোস্ট অনুসারে, যাঁরা মনে করেন বামদিকের ইমোজিটি বেশি খুশি-খুশি দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি যুক্তি দ্বারা জীবন নিয়ন্ত্রণে বিশ্বাসী। দ্য সান-এর রিপোর্ট বলছে, এর অর্থ হল “জীবনের প্রতি আপনার নিয়ন্ত্রণ খুব বেশি এবং আপনি ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী। আপনার মস্তিষ্ক প্রায়শই আপনার হৃদয়কে নিয়ন্ত্রণ করে।”

AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি এবং কীভাবে কাজ করে

অন্য দিকে, যাঁরা মনে করেন ডানদিকের ইমোজিটি বেশি খুশি খুশি দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি খুবই খুব প্রাণবন্ত, কল্পনাশীল এবং স্বাধীনচেতা। এঁরা বিভিন্ন সৃজনশীল উপায়ে নিজেকে প্রকাশ করতে পছন্দ করেন। বেশ কিছু তত্ত্ব বলছে যে, আমদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ অন্য অর্ধেকের উপর অত্যন্ত প্রভাবশালী। এই অংশই ব্যক্তিত্বের বৈশিষ্ট্যকে বিভিন্ন দিকে পরিচালিত করে।