জুমবাংলা ডেস্ক : আপনি নিশ্চয়ই জানেন যে একটি বুলেট ট্রেনের গতিবেগ ঘন্টায় ৩০০ কিলোমিটারের চেয়েও বেশি। তবে এই পৃথিবীতে এমন একটি পাখি রয়েছে যে বুলেট ট্রেনকেও হার মানাতে পারে। এই পাখিটি ঘন্টায় ৩৮০ কিলোমিটার বেগে উড়ে চলে, জানেন তার নাম? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ বলুন তো কুকুর কোন দেশে জাতীয় প্রাণী?
উত্তরঃ মেক্সিকো দেশে জাতীয় প্রাণী হল কুকুর।
২) প্রশ্নঃ কত সালে ভারত প্রথম অলিম্পিকে অংশ নিয়েছিল?
উত্তরঃ ১৯০০ সালে ভারত প্রথমবার অলিম্পিকে অংশ নিয়েছিল।
৩) প্রশ্নঃ শনি গ্রহের সবথেকে বড় উপগ্রহের নাম কী?
উত্তরঃ শনি গ্রহের সবথেকে বড় উপগ্রহের নাম টাইটান (Titan)।
৪) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের নাম কী?
উত্তরঃ বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের নাম ইনল্যান্ড তাইপান (Inland Taipan)।
৫) প্রশ্নঃ হাতির ডাককে এককথায় কী বলা হয়?
উত্তরঃ হাতির ডাককে এককথায় বলা হয় বৃংহতি বা বৃংহণ।
৬) প্রশ্নঃ ভারতের সবথেকে ধনী রাজ্যের নাম কী?
উত্তরঃ মহারাষ্ট্র ভারতের সবথেকে ধনী রাজ্য।
৭) প্রশ্নঃ মানুষের শরীরের সবথেকে বেশি হাড় কোন অংশ থাকে?
উত্তরঃ পায়ের পাতায় সবথেকে বেশি হাড় থাকে।
৮) প্রশ্নঃ ভারতের জাতীয় গাছ কোনটি?
উত্তরঃ ভারতের জাতীয় গাছ হল বটগাছ।
৯) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশ সবথেকে বেশি যুদ্ধ করেছে?
উত্তরঃ ইংল্যান্ড সবথেকে বেশিবার যুদ্ধে লিপ্ত হয়েছে।
বুড়ো বয়সে বিয়ে করলে যেমন লাগে তেমনই লাগছে : পরমব্রত চ্যাটার্জি
১০) প্রশ্নঃ জানেন কোন পাখি ঘন্টায় ৩৮০ কিলোমিটার বেগে উড়তে পারে?
উত্তরঃ পেরেগ্রিন ফ্যালকন (Peregrine Falcon) বিশ্বের দ্রুততম পাখি, যেটি ঘণ্টায় ৩৮০ কিলোমিটার বেগে উড়তে পারে। এই গতি বুলেট ট্রেনের গড় গতির চেয়েও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।