কোন প্রাণী ১০ তলা ছাদ থেকেও মাটিতে চলা পিঁপড়াকে দেখতে পারে

১০ তলা ছাদ

জুমবাংলা ডেস্ক : সরকারি বা বেসরকারি যেকোন প্রতিযোগিতামূলক চাকরির জন্য সাধারণ জ্ঞান খুবই প্রয়োজন। এছাড়াও এখান থেকে দেশ-বিদেশ সম্পর্কে অনেক অজানা তথ্য জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার অনেক সহায়ক হতে পারে।

১০ তলা ছাদ

১) প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম স্টেশন প্লাটফর্মটি কোনটি?
উত্তরঃ বিশ্বের দীর্ঘতম স্টেশন প্ল্যাটফর্ম ১,৩৫৫ মিটার দীর্ঘ, যা ভারতের গোরক্ষপুর জংশনে অবস্থিত।

২) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম কোনটি ?
উত্তরঃ অ্যামাজন, যার প্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি ধন উৎপাদন হয়?
উত্তরঃ পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়, এই কারণে এই জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়।

৪) প্রশ্নঃ ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন?
উত্তরঃ হিমালয়ের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভূটানে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় বলে, ভূটানকে বজ্রপাতের দেশ বলা হয়৷

৫) প্রশ্নঃ ভারতের সবচেয়ে দীর্ঘতম ট্রেন কোনটি?
উত্তরঃ ভারতের দীর্ঘতম দূরত্বের ট্রেন বিবেক এক্সপ্রেস (Vivek Express), যা ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত চলে (৮,২৩৪ কিলোমিটার)।

৬) প্রশ্নঃ ভারতের একমাত্র সক্রিয় হীরের খনি কোথায় অবস্থিত?
উত্তরঃ মধ্যপ্রদেশের মাঝগাওয়ান খনি ভারতে শুধুমাত্র সক্রিয় হীরা খনি।

৭) প্রশ্নঃ ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন কোনটি?
উত্তরঃ ডেকান কুইন (Deccan Queen) ছিল ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেন।

৮) প্রশ্নঃ ভারতে কোন রাজ্যে পৃথিবীর প্রাচীনতম শিলা আবিষ্কার করা হয়েছে?
উত্তরঃ ওড়িশার কেন্দুঝর জেলায়।

৯) প্রশ্নঃ আন্তর্জাতিক ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ফিলিপাইনের ম্যানিলাতে (Manila) অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণাগার কেন্দ্রটি।

শুধু ঈদের সিনেমাতেই কোটি টাকা নেবেন শাকিব

১০) প্রশ্নঃ কোন প্রাণী ১০ তলা ছাদ থেকেও মাটিতে চলা পিঁপড়েকে দেখতে পারে?
উত্তরঃ আসলে, বাজপাখির (Hawk) চোখ এতটাই তীক্ষ্ণ যে সে ১০ তলা উঁচু ছাদ থেকেও মাটিতে চলা পিঁপড়ে কে পরিষ্কার দেখতে পাবে।