জুমবাংলা ডেস্ক : মানুষ সাধারণত গরুর দুধই পান করে। কিন্তু এমন একটি প্রাণী রয়েছে যার দুধ পান করলে মদের মতো নেশা হবে অর্থাৎ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন সেই দুধে অ্যালকোহল থাকে। জানেন কি সেই প্রাণীর নাম? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ তিব্বতে ব্রহ্মপুত্র নদীকে কি নামে ডাকা হয়?
উত্তরঃ ব্রহ্মপুত্র তিব্বতে জাংপো নামে পরিচিত।
২) প্রশ্নঃ মানবদেহের কোন অঙ্গের দ্বারা রক্ত থেকে ইউরিয়া ফিল্টার করা হয়?
উত্তরঃ কিডনি।
৩) প্রশ্নঃ সৌদি আরবের মুদ্রা কে কি বলা হয়?
উত্তরঃ সৌদি রিয়াল।
৪) প্রশ্নঃ বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশের নাম কি?
উত্তরঃ ভুটান হলো বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ।
৫) প্রশ্নঃ কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত।
৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল?
উত্তরঃ উত্তর প্রদেশের কুশিনগরে গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল।
৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে পঞ্চ নদীর দেশ বলা হয়?
উত্তরঃ পাঞ্জাবকে পঞ্চ নদীর দেশ বলা হয়।
৮) প্রশ্নঃ ভারতের কোথায় কালো চাল পাওয়া যায়?
উত্তরঃ সিকিম, মনিপুর ও আসামে কালো চাল পাওয়া যায়।
৯) প্রশ্নঃ CEO পূর্ণরূপ কী?
উত্তরঃ চিফ এক্সকিউটিভ অফিসার।
১০) প্রশ্নঃ কোন প্রাণীর দুধ পান করলে মদের মতো নেশা হবে?
উত্তরঃ আসলে হাতির দুধে অ্যালকোহল থাকে, তাই হাতির দুধ পান করলে মদের মতো নেশা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।