জুমবাংলা ডেস্ক : অনলাইন প্লাটফর্মগুলিতে ভাইরাল হওয়া সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি ইন্টারভিউ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়া যুবকদের অনেকাংশে সাহায্য করছে। এছাড়া এর মাধ্যমে দেশ বিদেশ সম্পর্কিত অনেক তথ্য জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যা আপনাকে অবাক করতে পারে।
১) প্রশ্নঃ জানেন মানুষ আজ পর্যন্ত কোন প্রাণীটিকে পোষ মানাতে পারেনি?
উত্তরঃ বন্য নেকড়ে হলো একমাত্র প্রাণী যাকে কেউ পোষ মানাতে পারেনি, আসলে এরা অত্যন্ত হিংস্র এবং রাগী স্বভাবের হয়ে থাকে।
২) প্রশ্নঃ ভারতের কোন শহরে সবচেয়ে বেশি তুলা বস্ত্রশিল্প রয়েছে?
উত্তরঃ গুজরাটের আমেদাবাদে ভারতের বৃহত্তম তুলা বস্ত্রশিল্প রয়েছে।
৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘পাঁচ নদীর’ দেশ বলা হয়?
উত্তরঃ পাঞ্জাবকে ‘পাঁচ নদীর’ দেশ বলা হয়। এই নদীগুলির মধ্যে রয়েছে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা ও
শতদ্রু।
৪) প্রশ্নঃ কোন পশুর দুধ সবচেয়ে বেশি দামি বিক্রি হয়?
উত্তরঃ আসলে, সিংহী হল সেই প্রাণী, যার দুধ সবচেয়ে বেশি দামে বিক্রি হয়।
৫) প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি?
উত্তরঃ মানবদেহের সবচেয়ে শক্তিশালী বেশি হল জিহ্বা।
৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের মানুষেরা কুকুরের মাংস খায়?
উত্তরঃ ভারতের উত্তর পূর্বে অবস্থিত নাগাল্যান্ড রাজ্যের মানুষেরা কুকুরের মাংস খায়।
৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়?
উত্তরঃ সেই দেশ আর কেউ নয়, অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়।
৮) প্রশ্নঃ কোন পাখির চোখ তার মস্তিষ্কে চেয়েও বড়?
উত্তরঃ উটপাখি একমাত্র পাখি, যার চোখ তার মস্তিষ্কের চেয়েও বড়।
৯) প্রশ্নঃ বলুন তো সূর্য কোথা থেকে শক্তি পায়?
উত্তরঃ আসলে, সূর্য নিজেই তার শক্তির উৎস।
১০) প্রশ্নঃ বলুন তো এমন কোন প্রাণী যে লোহা হজম করতে পারে?
উত্তরঃ কুমির একমাত্র প্রাণী, যে লোহা হজম করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।