কোন প্রাণী তার সঙ্গীর সাথে মি.ল.নের পরই মা.রা যায়

মিলনের পরই

জুমবাংলা ডেস্ক : বংশবৃদ্ধিতে প্রতিটি প্রাণী তার সঙ্গীর সাথে মিলনে লিপ্ত হয়। তবে এর মধ্যে এমন একটি প্রাণী রয়েছে যে তার সঙ্গীর সাথে মিলনের পরই মারা যায়! জানেন সেই প্রাণী কোনটি? এর উত্তর না জানা থাকলে, এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা তথ্য পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো।

মিলনের পরই

১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে ‘লিটল ইন্ডিয়া’ বলা হয়?
উত্তরঃ ফিজিকে লিটিল ইন্ডিয়া বলা হয়, কারণ এখানকার মোট জনসংখ্যার প্রায় ৩৮% ভারতীয় বংশোদ্ভূত।

২) প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো বিমুদ্রাকরণ করেছিলেন?
উত্তরঃ মোরারজি দেশাই প্রথমবারের মতো বিমুদ্রাকরণ করেছিলেন।

৩) প্রশ্নঃ কোন ফলকে অমৃতের ফল বলা হয়?
উত্তরঃ পেয়ারাকে অমৃতের ফল বলা হয়।

৪) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সৈন্য সংখ্যা সবচাইতে বেশি?
উত্তরঃ আমেরিকায় সৈন্য সংখ্যা সবচাইতে বেশি। আনুমানিক ১.৪ মিলিয়ন মার্কিন সেনাবাহিনী রয়েছে।

৫) প্রশ্নঃ ভারতীয় নোটগুলিতে মোট কয়টি ভাষায় টাকার অঙ্কটি লেখা থাকে?
উত্তরঃ মোট ১৭টি ভাষায় টাকার অঙ্কটি লেখা থাকে।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে একটি ছেলে ও একটি মেয়ে একসাথে ভ্রমণ করতে পারে না?
উত্তরঃ মিজোরাম রাজ্যের একটি ছেলে ও মেয়ে একসাথে ভ্রমন করতে পারে না।

৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে কৃষিকাজের জন্য এতোটুকু জমি নেই?
উত্তরঃ সিঙ্গাপুরে কৃষিকাজের জন্য একটিও জমি নেই।

৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে একটিও ট্রাফিক সিগন্যাল নেই?
উত্তরঃ ভুটান দেশে একটিও ট্রাফিক সিগন্যাল দেখতে পাবেন না।

৯) প্রশ্নঃ কোন পাখি শুধুমাত্র বৃষ্টির জল পান করে?
উত্তরঃ চাতক পাখি শুধুমাত্র বৃষ্টির জল পান করে।

নোবেলের কাছে নিজের স্ত্রীকে দেখে কেঁদে কেঁদে যা বললেন নাদিম

১০) প্রশ্নঃ কোন প্রাণী তার সঙ্গীর সাথে মিলনের পরই মারা যায়?
উত্তরঃ পুরুষ মৌমাছি রানী মৌমাছির সাথে মিলনের পরই মারা যায়।