কোন প্রাণী সকালে ৪ পায়ে, বিকেলে ২ পায়ে এবং সন্ধ্যায় ৩ পায়ে হাঁটে

প্রাণী

জুমবাংলা ডেস্ক : আজকের সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর অনেক বেশি প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি যা আপনার উপকারে লাগতে পারে। এক নজরে দেখে নিন..

প্রাণী

১) প্রশ্নঃ কোন জিনিস গরম করলে কোন জিনিস শক্ত হয়ে যায়?
উত্তরঃ ডিম হলো সেই জিনিস, যা গরম করলে শক্ত হয়ে যায়।

২) প্রশ্নঃ আপনি কি জানেন বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ সমগ্র বিশ্বের মধ্যে বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ ভারত।

৩) প্রশ্নঃ জানেন কোন ফলটি খেলে দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয়?
উত্তরঃ যেকোনো ফলই শরীরের পক্ষে খুবই উপকারী, তবে কিউই ফল খেলে দৃষ্টিশক্তির উন্নতি হয়।

৪) প্রশ্নঃ ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন?
উত্তরঃ ৭১১ খ্রিস্টাব্দে আরবের সুবেদার মুহাম্মদ বিন কাসিম প্রথম ভারতের সিন্ধু প্রদেশ আক্রমণ করেছিল।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে হলুদ নদী প্রবাহিত হয়?
উত্তরঃ চীনে প্রবাহিত হুয়াং-হী নদী একটি হলুদ রঙের নদী।

৬) প্রশ্নঃ অশোক চক্রে কয়টি দন্ড রয়েছে?
উত্তরঃ এই চক্রের রয়েছে ২৪ টি স্পোক বা দন্ড । ২৪টি দন্ড দিনের ২৪ ঘন্টার নির্দেশ দেয়। জাতীয় পতাকার স্তম্ভটি নেওয়া হয়েছে অশোক চক্র থেকে। এ স্তম্ভে রয়েছে চতুর্মুখী সিংহ।

৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত হয়েছে?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ। ১৯৫৩ সালে এই রাজ্যটির গঠিত হয়, যা স্বাধীন ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য।

৮) প্রশ্নঃ কোন রেলস্টেশনটি অর্ধেক রাজস্থান আর অর্ধেক মধ্যপ্রদেশে রয়েছে?
উত্তরঃ ভবনী মান্ডি রেলওয়ে অর্ধেক রাজস্থান আর অর্ধেক মধ্যপ্রদেশে রয়েছে।

৯) প্রশ্নঃ কোন দেশে একজন অপরাধ করলে, তার তিন পুরুষকে সেই অপরাধের সাজা ভোগ করতে হয়?
উত্তরঃ উত্তর কোরিয়া।

হাজার পুরুষের সঙ্গে রাত কাটাতে চান স্বরা ভাস্কর

১০) প্রশ্নঃ কোন প্রাণী সকালে ৪ পায়ে, বিকেলে ২ পায়ে এবং সন্ধ্যায় ৩ পায়ে হাঁটে?
উত্তরঃ মানুষ। এখানে সকাল মানে শৈশব, বিকেল মানে যৌবন এবং সন্ধ্যা মানে বার্ধক্যকে বোঝানো হয়েছে, যা মানুষের জীবনে তিনটি ধাপ। শৈশবের শিশু হাঁটুর উপর ভর করে হাটে তাই ৪ পা, যৌবনে ২ পায়ে এবং বৃদ্ধ বয়সে মানুষ লাঠি নিয়ে হাঁটে, তাই একে ৩ পা বলা হয়।