বিনোদন ডেস্ক : কয়েকদিন চুপ থাকার পর ফের অগ্ন্যুৎপাত। লাভা যদিও এখনও কঙ্গনা রানাওয়াতের মুখের কথা। আর আগ্নেয়গিরি তিনি নিজেই। কঙ্গনার দাবি, ‘ভুয়া জুটি সিনেমার ঘোষণা সংক্রান্ত ভুয়া খবর রটাচ্ছে।

তাঁর দাবি পারিবারিক ট্রিপে সম্প্রতি বউ আর বাচ্চাকে ‘পাত্তা না দেওয়া’ হয়েছে। আর স্বামী কঙ্গনাকে ম্যাসেজ করে ‘প্রার্থনা ও ভিক্ষা’ চাইছে একবার দেখা করতে। আর এই থেকেই অনেকের ধারণা রণবীর আর আলিয়ার ওপরেই এবার ফেটেছে বোমা।
কারণ, রণবীর কিছুদিন আগে মা নীতু কাপুরের জন্মদিনে লন্ডন যান।
সেইসময় রাহা ও আলিয়া ছিলেন মুম্বাইতেই। কঙ্গনার একটি নতুন প্রোজেক্ট নিয়ে নেতিবাচক মিডিয়া কভারেজ প্রকাশ্যে আসতেই রাগে ফেটে পড়েন কঙ্গনা। ইনস্টাগ্রামে দীর্ঘ তিনখানা নোট শেয়ার করে নেন।
মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিজে গিয়ে, কঙ্গনা একটি পোস্ট শেয়ার করেছেন, যা মূলত অহিংস এন্টারটেইনমেন্ট শেয়ার করেছে।
তিনি কোনও ক্যাপশন লেখেননি। মূল পোস্টটিতে দুটি মুখ, একটি ক্যাসেট এবং একটি বন্দুক একে-অপরের সঙ্গে সংযুক্ত। এবং লেখা রয়েছে, ‘অ্যান্ড অ্যাকশন…!
অহিংস এন্টারটেইনমেন্ট এবং ট্রাইডেন্ট আর্টস একটি মেগা প্রকল্পের জন্য মিলিত হচ্ছে। উত্তর ও দক্ষিণের পাওয়ার হাউজ জুটি পর্দা আলোকিত করার জন্য প্রস্তুত! আপনি কি অনুমান করতে পারছেন কারা তার?’
কমেন্ট সেকশনে নায়িকা চরিত্রে প্রায় সকলেই কঙ্গনার নাম নিয়েছেন। আর নায়ক হিসেবে বিজয় সেতুপতি, সুরিয়া, রাম চরণ এবং বিজয় সহ অনেকের নাম প্রস্তাবিত হয়েছে।
তাঁর এই নতুন ছবি নিয়ে কিছু মিডিয়া হাউজের পক্ষ থেকে ‘নেতিবাচক’ খবর প্রকাশিত হয়েছে বলে দাবি করেন কুইন-নায়িকা। যেখানে সংবাদের শিরোনাম হিসেবে ব্যবহার করা হয়, ‘সাইকোলজিক্যাল থ্রিলারে একসঙ্গে কঙ্গনা ও বিজয় সেতুপতি!
নেটিজেনদের ট্রোল, ‘ভগবান তোমাকে শক্তি দিক বিজয়’।’’ এবার ছবির ঘোষণার সময় মিডিয়ার পক্ষ থেকে করা এরকম খবর ভালো লাগেনি কঙ্গনার। তিনি আরও একটি হিন্দি পোর্টালের সংবাদের স্ক্রিনশট শেয়ার করেন যার শিরোনামও প্রায় একই।
কঙ্গনা এই দুটি স্ক্রিনশট শেয়ার করে ইনস্টা স্টোরিতে লেখেন, ‘যখনই আমি কোন সিনেমা শুরু করতে যাব আমাকে ও আমার সহ-অভিনেতাদের নিয়ে এরকম আপত্তিকর শিরোনামে খবর প্রকাশ হয়। আমি শুধু বলব গ্যাং চঙ্গু মঙ্গু কী জ্বলছে তাই না তোমাদের!’
https://inews.zoombangla.com/haria-jaw-a-smartphone/
লেখেন, ‘কী করে সব জায়গায় একই হেডলাইনে খবর প্রকাশিত হয়। একে বলে বাল্ক মাস মেইল। ডিয়ার চঙ্গু মঙ্গু তোমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি।’
হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



