কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না : হিরো আলম

হিরো আলম

বিনোদন ডেস্ক : হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন।

হিরো আলম

সম্প্রতি বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গেয়ে তোপের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে মানববন্ধনও করেছে একটি সংগঠন। সেই রেশ না কাটতেই এবার ‘পদ্মা সেতু’ নিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিলেন হিরো আলম।

(১৯ জুন) মাওয়া এলাকায় গানটির ভিডিওচিত্রের শুটিং করছেন হিরো আলম। শিগগিরই নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করবেন তিনি।

‘পদ্মা সেতু’ নিয়ে গান প্রসঙ্গে হিরো আলম জানান, ‘পদ্মা সেতু নিয়ে গানের কোনো প্ল্যান ছিল না। ভক্তদের অনুরোধেই গানটি গাওয়া। আশা করি, ভক্তদের ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘আমাকে গালাগালি করার প্রয়োজন নেই। আমার গান সবাইকে শুনতে হবে না। যাদের ভালো লাগবে তারা শুনবেন। যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে যাবেন।’

সস্তায় বিমানের টিকিট কাটার কৌশল

মাওয়া এলাকায় শুটিং করাকালীন হিরো আলম জানান, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আজ আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। মানুষের যত বাধাই আসুক না কেন, আপনাদের ভালোবাসার শক্তি আমার সঙ্গে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’