ক্যাম্পাসে এবং হলে কোনো ধরনের ছাত্ররাজনীতি চান না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। সে কারণে রাজনীতি নিষিদ্ধ ও সব রাজনৈতিক দলের হল কমিটি বাতিলের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেছেন।
শনিবার (৯ আগস্ট) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ হল থেকে মিছিল বের হয়ে জাবির গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এসময় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম সাকিব বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো রাজনীতি চাই না।
কারণ হলে রাজনীতি ফিরলে আবারও গেস্টরুম, গণরুম ফিরবে এবং ক্যাম্পাসে আধিপত্যের রাজনীতি ফিরে আসবে। তাই আমাদের দাবি, যেকোনো মূল্যে হলে রাজনীতি বন্ধ করতে হবে।’
ইতিহাস ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘আমরা বিগত বছরগুলোতে দেখেছি, হলে রাজনীতি চালু রাখার মধ্য দিয়ে ছাত্রলীগ কীভাবে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।
আমরা চাই না, নতুন করে আবার সেই পুরাতন সংস্কৃতি ফিরে আসুক। আমরা চাই, আমাদের হলগুলোয় সকল প্রকার ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে এবং অবিলম্বে সকল রাজনৈতিক দলের ঘোষিত হল কমিটিগুলো বাতিল করতে হবে।’
শিক্ষার্থীরাদের এই কর্মসূচির খবর পেয়ে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষক কর্মসূচিস্থলে উপস্থিত হন।
এসময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি তো হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না। তোমাদের দাবিগুলো নিয়ে আমরা একাডেমিক কাউন্সিলে আলোচনা করব। আশা করি, আলোচনা শেষে একটা নীতিগত সিদ্ধান্ত আসবে।’