আন্তর্জাতিক ডেস্ক : ঠিক যেন কোনও সায়েন্স ফিকশন কমেডি কিংবা ভাইরাল সামাজিক মাধ্যমে দেখা কোনও ভিডিও! ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হতে চলেছে বিশ্বের প্রথম ‘স্পার্ম রেস’ বা শুক্রাণু দৌড় প্রতিযোগিতা। শুনতে অবাক লাগলেও, সত্যিই শুক্রাণু এবার অ্যাথলিটের ভূমিকায়। মাইক্রোস্কোপিক রেস ট্র্যাকে প্রতিযোগিতার জন্য তারা প্রস্তুত, আর প্রতিটি মুহূর্ত ধরা হবে উচ্চ রেজোলিউশনের ক্যামেরায়। এমনকি আগ্রহী ভক্তরা এই প্রতিযোগিতায় বাজিও ধরছেন।
স্টার্টআপ সংস্থা ‘স্পার্ম রেসিং’-এর উদ্যোগে আয়োজিত এই অনন্য ইভেন্টটি অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল, হলিউড প্যালাডিয়ামে। আয়োজকদের ধারণা, এক হাজারেরও বেশি দর্শক এতে অংশ নেবেন। যদিও রেসাররা খালি চোখে দেখা যায় না, তবুও দর্শকদের উত্তেজনার ঘাটতি নেই। সংস্থার তরফে জানানো হয়েছে, “আমরা স্বাস্থ্যকে একটি খেলায় পরিণত করছি।”
এই প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছে বিশেষ রেস ট্র্যাক, যা মানব প্রজনন ব্যবস্থার অনুকরণে বানানো। রাসায়নিক সংকেত, তরল গতিবিদ্যা এবং সিঙ্ক্রোনাইজড স্টার্টের মতো বৈশিষ্ট্যও এতে যুক্ত থাকবে। প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হবে হাই-ডেফিনিশন ইমেজিং প্রযুক্তির মাধ্যমে। দর্শকরা ধারাভাষ্য, পরিসংখ্যান এবং তাৎক্ষণিক রিপ্লে দেখতে পারবেন।
প্রতিটি রাউন্ডে দু’টি শুক্রাণুর নমুনা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। যেটি দ্রুত পৌঁছবে, সেটিই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এই ইভেন্ট একাধারে বিজ্ঞান, খেলাধুলা এবং দর্শনের এক অভিনব মিশ্রণ।
যদিও পুরো ধারণাটি প্রথমে অদ্ভুত মনে হতে পারে, আয়োজকদের লক্ষ্য কিন্তু গভীর। তারা এক গুরুতর বাস্তবতা সামনে আনতে চাইছেন—পুরুষদের উর্বরতা হ্রাস। গবেষণায় দেখা গেছে, গত ৫০ বছরে বিশ্বজুড়ে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ৫০ শতাংশেরও বেশি কমে গেছে।
শুক্রাণুর গতিশীলতা, অর্থাৎ গতি ও সক্রিয়তা, পুরুষ প্রজনন স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক। আয়োজকদের আশা, স্পার্ম রেসিং-এর মাধ্যমে মানুষ শুধু সচেতনই হবেন না, বরং সক্রিয়ভাবেও যুক্ত হবেন।
এই নতুন ধারণা ইতিমধ্যেই বিভিন্ন ভেঞ্চার ফার্মের দৃষ্টি আকর্ষণ করেছে। কারাটেজ এবং ফিগমেন্ট ক্যাপিটালের মতো বিনিয়োগকারীরা এতে আগ্রহ দেখিয়েছেন এবং সংস্থাটি ইতিমধ্যেই ১ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। ভক্তরা তাঁদের পছন্দের প্রতিযোগীদের সমর্থন করতে পারবেন এবং বাজি ধরার সুযোগও থাকবে।
সবকিছুর পরেও, আয়োজকদের মতে, মূল উদ্দেশ্য হলো—স্বাস্থ্যকে প্রতিযোগিতায় পরিণত করে পুরুষদের উর্বরতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং এ নিয়ে আলোচনা শুরু করা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।