কোনো মেয়ে চান না আমি বিয়ে করি : তামান্নার প্রেমিক

তামান্নার প্রেমিক

বিনোদন ডেস্ক : ‘লাস্ট স্টোরির’ সেটেই শুরু দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বলিউডের উঠতি তারকা বিজয় ভার্মার ‘লাভ স্টোরি। বিজয়ের সঙ্গে সত্যিই প্রেম করছেন তামান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথাটি স্বীকার করে নিয়েছেন তিনি। গত ১ জানুয়ারি থেকে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার বিয়ের বিষয়ে বিজয়কে জিজ্ঞেস করা হলে তিনি জানান এ জবাব তিনি কাউকে দেবেন না। খবর হিন্দুস্তান টাইমসের।

তামান্নার প্রেমিক

বিজয় বলেন, ‘প্রথমত কোনো নারী চান না আমি বিয়ে করি। আর এ জবাব আমি আমার মাকেও দেব না, অন্য কাউকেও দেব না।’

জীবনের সেরা সময়টা কাটাচ্ছেন বলে জানান বিজয়। তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন সময় গিয়েছে ২০১৩ সালে ‘মনসুন শুটআউট’ মুক্তির সময়। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা পাওয়ার পরে তিনি আশা করেছিলেন তার জীবন নাটকীয়ভাবে বদলে যাবে; কিন্তু তা হয়নি। ছোট ছোট চরিত্র ছাড়া অন্য কাজ পাননি।

ধুধু মরুভূমিতে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

বিজয় আরও জানান, তিনি এক সময় পঙ্কজ ত্রিপাঠিকে অনুকরণ করতেন। সঠিক কণ্ঠ এবং উচ্চারণ ঠিক করার জন্য তার অসংখ্য ভিডিও দেখেছেন। শুধু তাই নয়, জীবনের কঠিন সময়ে তিনি নাসিরউদ্দিন শাহ-এর একটা কথা মনে করতেন- ‘একজন অভিনেতার কখনো প্ল্যান বি থাকা উচিত নয়।’