কোনো মেয়ে যদি সেলফি না তোলে, তাহলে হিরোগিরির দরকার নেই : জায়েদ

জায়েদ খান

বিনোদন ডেস্ক : নানা কারণে সারা বছরই খবরের শিরোনামে থাকেন চিত্রনায়ক জায়েদ খান। বিশেষ করে সংবাদমাধমে দেওয়া বক্তব্য নিয়ে নিয়মিত ট্রলের শিকার হন। তবে এসব বেশ উপভোগও করেন এই নায়ক। কিছুদিন আগে এই নায়ক জানিয়েছিলেন, মেয়েরা তার প্রেমে পাগল। কেউ কেউ টাকার বিনিময়ে তার সঙ্গে সময় কাটাতে চান।

জায়েদ খান

জায়েদ খানের মতে— তার নারী ভক্ত বেশি। কোনো অনুষ্ঠানে গেলে মেয়েদের মধ্যমণি হন তিনি। এ বিষয়ে জায়েদ খান বলেন, ‘বিয়ে বা কোনো অনুষ্ঠানে গেলে আমি মেয়েদের মধ্যমণি হই। বিয়ে করিনি, ব্যাচেলর বলে সবাই আমাকে অন্য চোখে দেখে। আমার রাশি এরকমই। আমি এসব খুব উপভোগ করি।’

জায়েদ খানের স্পষ্ট জবাব— ‘কোনো নায়ক কোথাও গেলে যদি মেয়েরা তাকে ঘাড় ঘুরিয়ে না দেখে, কোনো মেয়ে যদি তার সঙ্গে সেলফি না তোলে, তাহলে তার হিরোগিরি করার দরকার নেই।’

এদিকে, যারা তাকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলে সামাজিক মাধ্যমে প্রচার করছেন তাদের এক হাত নিলেন জায়েদ খান। তিনি বলেন, ‘‘আমি এই কথাগুলো বলেছিলাম সরল মনে। কেউ কেউ এটাকে নিয়ে ব্যাঙ্গ করেছে। কেউ কেউ বলছে এটা জায়েদ খানের মানসিক রোগ। কেউ কেউ এটাকে ‘ইরোটোমেনিয়া’ নামে একটি রোগ হিসেবে নাম দিয়েছে। তারাই মেন্টালি সিক। আমার মনে হয়, আপনাদের মানসিক রোগের ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত।’’

২৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার ৩৩০ কোটি টাকা

তারকাদের মেয়ে ভক্ত থাকবে এটাই স্বাভাবিক। তা উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘সিনেমা ও ক্রীড়াঙ্গনের তারকাদের অনেক মেয়ে ভক্ত থাকবে এটা খুব স্বাভাবিক ঘটনা। এটা শুধু তার বেলায় নয়, সব তারকার সঙ্গে হয়।’