কোন পোশাক ছাড়াই রাস্তায় ফটোশ্যুট করলো উরফি, তুমুল ভাইরাল ছবি

বিনোদন ডেস্ক : ‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফি জাভেদ মানেই যেন বিচিত্র পোশাক। নিজের অন্য ধরণের ফ্যাশানের কারণে সব সময়ই চর্চার কেন্দ্রে থাকেন অভিনেত্রী। কখনও ফটো দিয়ে বানানো পোশাক, আবার কখনও কাঁচ দিয়ে বানানো পোশাক পরে অনুরাগীদের তাক লাগিয়ে দেন তিনি।

তবে এবার উরফি সব সীমা অতিক্রম করে ফেললেন! এবার বিচিত্র জিনিস দিয়ে পোশাক বানিয়ে নয়, বরং প্রায় নগ্ন হয়ে ফটোশ্যুট করে চর্চার কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী। অভিনেত্রীর গায়ে ছিল শুধুমাত্র মিষ্টির ওপর ব্যবহৃত রূপোর তবক।

রবিবার নিজের সাম্প্রতিক ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন উরফি। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে কিছু নেই। বক্ষদেশে শুধুমাত্র রূপোর তবক দেওয়া। ছবিগুলির ক্যাপশনে ২৪ বছর বয়সি উরফি লিখেছেন, ‘উদ্ভাসক। এটার জন্য রূপোর তবক ব্যবহার করেছি’।

‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রীর রূপোর তবক পরা সকল ছবি মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশ তাঁকে তাঁর এই উদ্ভট ফ্যাশান সেন্সের কারণে ধুয়েও দিচ্ছেন। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কবিতা কৌশিকও উরফির এই ফটোশ্যুট দেখেছেন। অভিনেত্রীর ছবিতে কবিতা কমেন্ট করেছেন, ‘আরে কাজু বরফি’।

উরফি জাভেদ নিজের ফ্যাশান সেন্সের কারণে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন। কাঁচ থেকে শুরু করে শামুকের খোলস- ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী যে কী কী দিয়ে পোশাক বানিয়ে পরেছেন, তা গুনে শেষ করা যাবে না।

হিলারি ক্লিনটন কেন নাচের ছবি শেয়ার করলেন

এমন ভিন্ন ধরণের ফ্যাশান সেন্সের কারণে উরফিকে বহুবার কটাক্ষের শিকার হতে হলেও, বলিউড সুপারস্টার রণবীর সিং কিন্তু তাঁকে সম্প্রতি ‘ফ্যাশান আইকন’ বলে সম্বোধন করেছেন। ‘কফি উইথ করণ’এর মঞ্চে অভিনেতা উরফির বিষয়ে এই মন্তব্য করেন। যা শুনে ‘পাঞ্চ বিট’, ‘চন্দ্রনন্দিনী’, ‘ইয়ে রিশ্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমি জানি না আমার কেমন প্রতিক্রিয়া দেওয়া উচিত! কিন্তু রণবীর সিং আপনি খুব মিষ্টি মানুষ’।