বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডাউনলোড হয়ে গেলে রিল ভিডিওটি ফোনের গ্যালারিতে খুঁজে পাওয়া যাবে, সেখান থেকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে রিলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
অনেক সময়েই ইনস্টাগ্রামের কিছু রিল ফোনে সেইভ করে রাখার প্রয়োজন হতে পারে। অন্য সময়ে দেখার জন্য বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন না এমন বন্ধুর সঙ্গে রিলটি শেয়ার করার জন্যও ডাউনলোড অপশনের দরকার হতে পারে।
আগে ইনস্টাগ্রাম থেকে কোনো রিল ডাউনলোড করার জন্য, একটি থার্ড-পার্টি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে করতে হত। আর বেশিরভাগ ক্ষেত্রেই এসব থার্ড-পার্টি টুল ভরা থাকে বিজ্ঞাপন, স্ক্যাম এমনকি ভাইরাসে।
তবে, ইনস্টাগ্রাম সম্প্রতি রিলস ডাউনলোড করার জন্য অ্যাপে একটি ইন-বিল্ট অপশন যোগ করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট হাও-টু গিক। ফলে, এখন অ্যাপের বাইরের কোনো টুল ব্যবহার করা ছাড়াই স্মার্টফোনে ইনস্টাগ্রাম রিলস ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা।
এটি করার জন্য, প্রথমে যে রিল ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি চালু করুন। এরপরে ‘শেয়ার’ আইকনে চাপ দিন ও পপ-আপ মেনু থেকে ‘ডাউনলোড’ অপশনটি বেছে নিন।
ইনস্টাগ্রাম রিলটি ডাউনলোড করা শুরু করবে। রিলের দৈর্ঘ ও মানের ওপরে নির্ভর করে ডাউনলোড হতে কিছুটা সময়ে লাগবে। ডাউনলোড হয়ে গেলে রিল ভিডিওটি ফোনের গ্যালারিতে খুঁজে পাওয়া যাবে, সেখান থেকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে রিলটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
কিছু রিলস ডাউনলোড হয় না কেন?
কেউ ওপরের সব পদক্ষেপ অনুসরণ করলেও অনেক সময় কিছু রিলস ভিডিওতে ডাউনলোড অপশন না-ও পেতে পারেন। এটি সাধারণত প্রাইভেট অ্যাকাউন্ট থেকে আপলোড করা রিলসের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ, কারো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যদি প্রাইভেট হয়, ওই অ্যাকাউন্টের রিলস ভিডিও ফলোয়াররা দেখতে পেলেও ডাউনলোড করার অপশন পাবেন না।
এ ছাড়া, ইনস্টাগ্রামের একটি সেটিং রয়েছে যা ‘পাবলিক অ্যাকাউন্ট’ থেকে আপলোড করা ভিডিও ডাউনলোড করতেও বাধা দেয়।
এ সেটিং নিজের প্রোফাইলে চালু করার জন্য, ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে ওপরের ডান কোণায় তিনটি দাগের আইকনে চাপ দিন ও মেনু চালু করুন। এরপরে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি বেছে নিন। সেখান থেকে ‘শেয়ারিং অ্যান্ড রিমিক্সেস’ অপশনে চাপ দিন। পরের পেইজে, ‘অ্যালাউ পিপল টু ডাউনলোড ইয়োর রিলস’- লেখা অপশনের পাশের টগলটি চালু বা বন্ধ করেই সেটিংটি পরিবর্তন করে নিতে পারবেন।
কোনো পাবলিক অ্যাকাউন্টের ক্ষেত্রে এ সেটিং চালু থাকলে, ওই অ্যাকাউন্টের রিল ভিডিও ডাউনলোড করা যাবে না।
এ ছাড়া, অ্যাপের কোনো ‘গ্লিচ’, ‘বাগ’ বা সমস্যার কারণে অনেক সময় ডাউনলোড অপশন নাও আসতে পারে। এমনটি হলে ইনস্টাগ্রাম অ্যাপটি আপডেট করা আছে কিনা নিশ্চিত করুন।
তবে, মনে রাখবেন ডাউনলোড করা রিলস-এ, ভিডিওটি আপলোড বা তৈরি করা ব্যবহারকারীর নাম থাকবে। এটিকে ইনস্টাগ্রামের ভালো একটি পদক্ষেপ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে হাও-টু গিক। এতে করে, যাদের কাছে রিলটি পৌঁছে যাচ্ছে তারা প্রত্যেকেই নির্মাতার নাম জানতে পারবেন, এবং তিনিও তার কাজের স্বীকৃতি পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।