আন্তর্জাতিক ডেস্ক : সরকার থেকে উন্নয়নের কাজের জন্য তার জমিটি চাওয়া হয়েছিল। কিন্তু ওই নারী রাজি নন। সরকার ক্ষতিপূরণের অঙ্ক কয়েক দফা বৃদ্ধি করলেও ডাল গলেনি। নাছোড় নারী ঘর ছাড়তে নারাজ। অতঃপর, ওই নারীর ৪৩০ বর্গফুটের ছোট্ট বাড়িকে ঘিরে দু’পাশ দিয়েই ছুটল রাজপথ। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের।
চীনের গুয়ারঝাউ শহরে একটি ফ্লাইওভার তৈরির পরিকল্পনা করে সে দেশের সরকার। সে জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন। সবাই ক্ষতিপূরণ নিয়ে সরে গেলেও সরতে চাননি এক নারী। ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়েও তাকে টলাতে পারেনি চীনের বাম সরকার।
১০ বছর ধরে চলে একা নারীর সাথে সর্বশক্তিমান লাল সরকারের লড়াই। শেষ পর্যন্ত ওই নারীর বাড়ির দু’পাশ দিয়েই তৈরি হয় গগনচুম্বি রাজপথ। যে ছবি দেখে অবাক নেটমাধ্যম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।