জুমবাংলা ডেস্ক : দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের (সরকার থেকে বেতনের মূল অংশ পাওয়া শিক্ষক) বদলির উদ্যোগ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪’-এর খসড়াও প্রণয়ন করা হয়েছে।
তবে এমপিওভুক্ত সব শিক্ষক এ সুযোগ পাবেন না। শুধু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরাই এ সুযোগ পাবেন।
সূত্রমতে, পবিত্র ঈদুল ফিতরের পর সভা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৫ লাখের মতো। এখন পর্যন্ত বদলির কোনো সুযোগ না থাকায় চাকরি শুরু করা প্রতিষ্ঠান থেকেই অবসর নিতে হতো তাদের। এবার কপাল খুলছে এমপিওভুক্ত শিক্ষকদের।
সূত্র জানায়, এনটিআরসিএর সুপারিশে চাকরি পাওয়া শিক্ষকের সংখ্যা এক লাখের বেশি। আপাতত তাদের বিষয়টিই বদলির জন্য বিবেচনায় নেয়া হয়েছে। এমপিওভুক্ত অন্য শিক্ষকরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ায় আপাতত তাদের বদলির বিবেচনায় রাখা হয়নি।
সূত্র আরও জানায়, খসড়া নীতিমালায় বদলির ক্ষেত্রে বলা হয়েছে, ‘বদলির আবেদন অধিকার বা সুযোগ হিসেবে দাবি করা যাবে না। বদলির জন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী, সংগঠনের সুপারিশ শৃঙ্খলাজনিত অপরাধ হিসেবে গণ্য হবে। বদলির জন্য বদলি হওয়া শিক্ষক কোনো ভাতা পাবেন না। প্রতিবছর ১৬ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বদলির আবেদন নিষ্পত্তি করা হবে।
এতে আরও বলা হয়েছে, এনটিআরসিএর প্রথম গণবিজ্ঞপ্তি থেকে সংস্থাটির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকরাই বদলির সুযোগ পাবেন। সমপদে ও সমস্কেলে বদলির জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।