লাইফস্টাইল ডেস্ক : ‘আমি তোমার আগে এমন কোনো রাসুল প্রেরণ করিনি তার প্রতি এই ওহি ছাড়া যে আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই; সুতরাং আমারই ইবাদত করো। তারা বলে, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তিনি পবিত্র, মহান! তারা তো তাঁর সম্মানিত বান্দা। তারা আগে বেড়ে কথা বলে না; তারা তাঁর আদেশ অনুসারেই কাজ করে থাকে।
…তাকে আমি প্রতিফল দেব জাহান্নাম; এভাবেই আমি জালিমদের শাস্তি দিয়ে থাকি।’
(সুরা : আম্বিয়া, আয়াত : ২৫-২৯)
আয়াতগুলোতে তাওহিদের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
শিক্ষা ও বিধান
১. ইসলামের অন্যতম প্রধান শিক্ষা তাওহিদ বা একত্ববাদ। পৃথিবীতে আসা সব নবী-রাসুল তাওহিদের বাণী প্রচার করেছেন। পূর্ববর্তী সব আসমানি কিতাবে আল্লাহর একত্ববাদের শিক্ষা আছে।
২. ফেরেশতারা আল্লাহর পরিপূর্ণ অনুগত সৃষ্টি, আল্লাহর অনুমতি ছাড়া তাঁর সামনে কথা বলারই অধিকার রাখে না। সুতরাং তারা আল্লাহর সন্তান হওয়ার যোগ্য নয়।
‘ফৌজদারি অপরাধে জড়িত প্রশাসনের আমলাদের ছাড় দেওয়া হচ্ছে না’
৩. ফেরেশতারা নির্দোষ সৃষ্টি। তাদের দোষ বা পাপ করার যোগ্যতাই নেই। আয়াতে ফেরেশতাদের সম্পর্কে যা বলা হয়েছে তার উদ্দেশ্য মুশরিকদের জবাব দেওয়া।
৪. মজলিসের বড়দের থেকে আগে বেড়ে কথা বলা অনুচিত, বরং মজলিসপ্রধানের বক্তব্যের অপেক্ষা করা উচিত।
৫. প্রভুত্ব দাবি করার শাস্তি জাহান্নাম। অপরাধীদের শাস্তি দেওয়া আল্লাহর চিরায়ত নীতি।
(বুরহানুল কুরআন : ২/৪৬৩)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।