বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছরের শুরুর দিকে উত্তর কোরিয়ার হ্যাকারদের দুটি সাইবার হামলা ঠেকিয়ে দেয়ার দাবি করেছে গুগল। গত বৃহস্পতিবার গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ এ বিষয়ে দেয়া ঘোষণায় জানিয়েছে, ফেব্রুয়ারিতে মনিকার অপারেশন ড্রিম জব ও অপারেশন অ্যাপলজিউসের উত্তর কোরিয়ান হ্যাকাররা ক্রোম ওয়েব ব্রাউজারের নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করে। খবর এনগ্যাজেট।
হ্যাকাররা মার্কিন সংবাদমাধ্যম, তথ্যপ্রযুক্তি, ক্রিপ্টো এবং অর্থ-প্রযুক্তি শিল্প খাতে হামলা করেছিল। তাদের হামলা ৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত প্রতিহতের প্রমাণ পাওয়া গিয়েছে। গুগলের অ্যানালাইসিস গ্রুপ বলছে, যুক্তরাষ্ট্রের বাইরের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
বৃহস্পতিবার গুগল টিম উল্লেখ করে, আমাদের ধারণা, এ গ্রুপ একই উদ্দেশ্যে একটি অংশীদারি সরবরাহ চেইনে কাজ করে। তারা একই কিট ব্যবহার করে কিন্তু ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে। এটা সম্ভব যে উত্তর কোরীয় সরকার ও সংশ্লিষ্ট হ্যাকাররা একই ধরনের এক্সপ্লয়েট কিট ব্যবহার করে।
অপারেশন ড্রিম জব ১০টি কোম্পানির ২৫০ জনকে টার্গেট করেছিল। প্রতারণাপূর্ণ অ্যাকাউন্ট থেকে ডিজনি এবং ওরাকলে জব অফার করে, যাতে তারা মনে করে এগুলো প্রকৃত অথবা জিপরিক্রুটারের মাধ্যমে এসেছে। প্রেরিত লিংকে ক্লিক করলে গোপন আইফ্রেম চালু হয়ে যাবে, যা নিরাপত্তা নষ্ট করে দেবে।
একই ধরনের এক্সপ্লয়েট কিট ব্যবহার করে অপারেশন অ্যাপলজিউস ক্রিপ্টোকারেন্সি ও ফিনটেক ইন্ডাস্ট্রির ৮৫ জনের বেশিকে টার্গেট করা হয়েছিল। গুগলের নিরাপত্তা গবেষকরা খুঁজে পান দুটি বৈধ ফিনটেক কোম্পানির ওয়েবসাইট এবং গোপন আইফ্রেমগুলো লালন করার সঙ্গে এ প্রচেষ্টা যুক্ত ছিল।
তারা বলেন, অন্য ক্ষেত্রগুলোয় আমরা ফেক ওয়েবসাইট লক্ষ করেছি। গুগলের নিরাপত্তা দল এ ধরনের কার্যকলাপ ১০ ফেব্রুয়ারি লক্ষ করে এবং ১৪ ফেব্রুয়ারি তা সমাধান করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।