জুমবাংলা ডেস্ক : কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) ডাইরেক্টর জেনারেল জংমিন পার্ক বলেছেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে দক্ষিণ কোরিয়া। আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে কোরিয়া বিভিন্ন সেক্টর বিশেষ করে পেইন্টিং, ওয়েল্ডিং, মেকাট্রনিক্স, আইটি এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সেক্টরে প্রশিক্ষণ দিবে ও কর্মী নিবে। এরই অংশ হিসেবে চট্টগ্রামে কি পরিমাণ জনশক্তি আছে তা গবেষণার মাধ্যমে বের করে শিল্পের চাহিদানুযায়ী প্রশিক্ষণ প্রদান করা হবে।
বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নগরীর আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ে কোইকা ডিজি জংমিন পার্ক আরও বলেন, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং খাতের আজকের এ অবস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে কোরিয়া। আগামীতেও বাংলাদেশ তথা চট্টগ্রামে উৎপাদনশীল খাতগুলোতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করবে কোরিয়া।
এ সময় চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. মঞ্জুরুল হাফিজ, কোইকা ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইয়াং হিউনও, যুক্তরাষ্ট্রের ওকালোহমা ইউনিভার্সিটি প্রফেসর নামছুল লী, মেকানিক্যাল ডিজাইন এক্সপার্ট জং ইয়েন পার্ক, সাংকোংওয়াং ইউনিভার্সিটি প্রফেসর চাং ইয়াপ কিম, চট্টগ্রাম চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, নাজমুল করিম চৌধুরী শারুন, বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুজ্জামান বক্তব্য রাখেন।
চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক দূরত্ব থাকলেও দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক খাত আজকের এ অবস্থানে আসার পেছনে রয়েছে কোরিয়ার অবদান। কারিগরি শিক্ষার উন্নয়নেও কাজ করছে কোরিয়া।
তিনি বাংলাদেশ থেকে কোরিয়ার দক্ষ মানবসম্পদ আমদানি এবং উৎপাদনশীল খাতে দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগের প্রশংসা করে বলেন, আমাদের প্রচুর জনশক্তি থাকলেও রয়েছে টেকনিক্যাল দক্ষতার অভাব। কোরিয়ার এ ধরনের উদ্যোগের ফলে শিল্পের চাহিদানুযায়ী দক্ষ জনশক্তি যেমন গড়ে উঠবে, তেমনি বিভিন্ন দেশেও এসব দক্ষ জনশক্তি রপ্তানি করা যাবে।
চট্টগ্রামে শিল্প কারখানাগুলোতে সেক্টরভিত্তিক জনশক্তির প্রয়োজনীয়তা নির্ণয় করতে যৌথভাবে কোইকার সঙ্গে ডাটাবেজ তৈরিতে গবেষণা করার ঘোষণা দেন জংমিন পার্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।