বিনোদন ডেস্ক : বন্ধুর মাধ্যমে পরিচয়, তারপর প্রেম, অবশেষে কোরিয়ান যুবক তেহো কিমকে বিয়ে করলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী পিজে হেলেন। গত ১৮ মার্চ দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সম্প্রতি ঢাকার একটি ক্লাবে এ দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিমানবন্দর টার্মিনাল-৩ নির্মাণে ঢাকায় আসেন দক্ষিণ কোরিয়ার নাগরিক তেহো কিম। ২০২০ সালের ডিসেম্বরে এক বন্ধুর মাধ্যমে মডেল অভিনেত্রী পিজে হেলেনের সঙ্গে পরিচয় হয় তার। ২০২১ সালে জানুয়ারিয়াতে কিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হেলেন। দুই বছর প্রেম করার পর এবার এ জুটির সম্পর্ক পরিণয় পেলো।
বিয়ের বিষয়ে পিজে হেলেন বলেন, ‘কিম আমাকে বিয়ে করতে চাইলে তার পরিবার আমাকে দেখতে চায়। আমি চারবার দক্ষিণ কোরিয়া গিয়ে তাদের সঙ্গে দেখা করেছি। তারা অনেক শিক্ষিত। তাদের কালচার অনেক ডিসিপ্লিনড এবং তারা কর্মঠ। তার পরিবার আমাকে অনেক আদর করে; সবমিলিয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়া।’
পিজে হেলেন বাংলাদেশের নাগরিক, অন্যদিকে কিম দক্ষিণ কোরিয়ার। তা ছাড়া কিম বৌদ্ধ ধর্মের অনুসারী আর হেলেন মুসলিম। স্বাভাবিকভাবে এ জুটির বিয়েতে বেশ প্রতিবন্ধকতা ছিল। কিন্তু সব কিছুই তাদের ভালোবাসার সামনে হার মেনেছে।
এ বিষয়ে হেলেন বলেন, ‘কিম ভিনদেশি হওয়ায় আমার পরিবার একটু ভয়ে ছিল, সে বৌদ্ধ ধর্মে থেকে কীভাবে তাকে বিয়ে করবে এগুলো নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ছিল। কিন্তু আমার পরিবার তাকে দেখে বুঝতে পারে সে বিনয়ী এবং আমার পরিবার রাজী হয়ে যায়। আমাকে বিয়ে করার জন্য কিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।’
অভিনয় ছেড়ে রাজমিস্ত্রির কাজ করছেন ঐশ্বরিয়া, তুমুল ভাইরাল ভিডিও
একাধিক ফটোশুট, টিভি কমার্শিয়াল এবং নাটকে কাজ করেছেন পিজে হেলেন। আপাতত পড়াশোনা শেষ করতে চান তিনি। এজন্য কাজ থেকে বিরতি নিয়ে দক্ষিণ কোরিয়া গিয়ে মার্স্টাস শেষ করবেন বলেও জানান এই অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।