বিনোদন ডেস্ক : নিজের ফ্ল্যাটে পড়েছিলেন কোরিয়ান মডেল ও অভিনেতা সং জে রিম। উদ্ধারের পর জানা যায়, তিনি মারা গেছেন। মাত্র ৩৯ বছর বয়সী এই অভিনেতা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার হয়। এটি আত্মহত্যা না খুন- এ বিষয়ে এখনও পুলিশ নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিমের মরদেহ কার নজরে আগে আসে, সে বিষয়ে কিছু জানা যায়নি। মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে পুলিশের কাছে তার মৃত্যুর খবর পৌঁছায়। এরপর ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ফ্ল্যাটের ভেতরেই রিমের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। ইতোমধ্যে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
অল্প বয়সেই মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন সং জে রিম। তার অভিনয় সফর শুরু হয় ২০০৯ সালে ‘অ্যাকট্রেসেস’ সিনেমার মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই খ্যাতি পান সং জে রিম। ‘দ্য সাসপেক্ট’, ‘অন ইওর ওয়েডিং ডে’, ‘গুড মর্নিং’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় ৩৯ বছরের অভিনেতা।
২০১২ সালে মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার টেলিভিশন ড্রামা ‘মুন এমব্রেসিং দ্য সান’। এই ধারাবাহিকে রাজার নিরাপত্তারক্ষীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সং জে রিম। ‘টু উইকস’ টেলি সিরিজে তাকে দেখা যায় খুনির ভূমিকায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ক্যুইন উ’ সিরিজে নজর কাড়েন জে রিম। এখনও তার দুই নতুন সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
ব্লাউজ ছাড়াই শাড়ি পরলেন ঋতুপর্ণা, নেট দুনিয়া কাঁপাচ্ছে এই ভিডিও
আচমকা এভাবে তারকার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা। শোনা গেছে, সং জে রিমের মৃতদেহের পাশে দুই পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। কিন্তু যে অভিনেতা ইন্ডাস্ট্রি মন দিয়ে কাজ করছিলেন তিনি আচমকা আত্মহত্যা করবেন কেন, সেই প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।