কর্মীদের ন্যূনতম বেতন ৬৪ লাখ, সাথে থাকবে বহু সুযোগ-সুবিধা

কর্মীদের ন্যূনতম বেতন

আন্তর্জাতিক ডেস্ক : ন্যূনতম বেতন ৬৪ লাখ। শুনেই চোখ কপালে উঠেছে নাগরিকদের। এমনও হয়? গল্প হলেও সত্যি এমনটাই ঘটছে চিফ এক্সিকিউটভ অফিসার বা CEO ড্যান প্রাইস এর কোম্পানি গ্র‍্যাভিটি পেমেন্টসের নিয়ম এমনই। প্রত্যেক কর্মচারীর ন্যূনতম বেতন প্রায় 64 লাখ। সঙ্গে রয়েছে একাধিক সুযোগ-সুবিধা। সব মিলিয়ে গোল্ডেন টাইম কাটাচ্ছেন এই কোম্পানির কর্মচারারীরা।

কর্মীদের ন্যূনতম বেতন

নিজের টুইটাত হ্যান্ডেল থেকে Dan Price নিজেই সেই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ আমরা আমাদের কর্মচারীদের ন্যূনতম 80K মার্কিন ডলার বেতন প্রদান করে থাকি।’ এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন– বেতনের পাশাপাশি আমরা অন্য সমস্তরকম সুযোগ-সুবিধা– যেমন পিতৃত্বকালীন ছুটি সহ একাধিক সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। তার ফলে এই কোম্পানিতে রেকর্ড সংখ্যক CV জমা পড়ে থাকে।’

CEO- র এই টুইট ইতিমধ্যেই ভাইরাল। নেটপাড়ায় ব্যাপক হইচই। প্রতিক্রিয়া যদিও মিশ্র। একাধিক নাগরিক ড্যান প্রাইসের প্রশংসা করেছেন। অনেকে এও বলছেন, ‘কেন আমরা এইরকম একজন বসের অধীনে কাজ করি না।’

কেউ কেউ আবার বেশ সন্দেহ প্রকাশ করেছেন– সত্যিই এমনটা হয়? বাস্তবিক ওই CEO এত টাকা বেতন দেন কর্মচারীদের? এর মধ্যে কোনও ফাঁদ নেই তো?

তবে, ফাঁদ হোক বা না হোক, এই সংস্থায় প্রতিদিন বিপুল পরিমাণে চাকরির আবেদন জমা পড়ে থাকে। চাকরির আবেদন আসে প্রায় 300 এর কাছাকাছি। প্রতিদিন এই আবেদনপত্র প্রমাণ করে এই কোম্পানি বেশ জনপ্রিয় বিভিন্ন নাগরিকদের মধ্যে।

মুক্তির প্রথম দিনে যত টাকা আয় করলো আমিরের নতুন ছবি

গ্র‍্যাভিটি পেমেন্ট একটি ক্রেডিট কার্ড প্রসেস। এই কোম্পানির সিইও ড্যান প্রাইস। শেষ কয়েকদিন ধরেই এই কোম্পানির জনপ্রিয়তা তুঙ্গে। CEO কর্মীদের কাজের সময় এবং উৎসাহকে সম্মান করে থাকেন। তাই হয়ত ওই বিপুল টাকা বেতন পেয়ে থাকেন কর্মীরা এমনটা বলছেন অনেকেই।