ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী জানিয়েছেন, নির্বাচনকালীন পরিবেশকে শান্তিপূর্ণ রাখা শুধু নিরাপত্তা বাহিনীর দায়িত্ব নয়। তিনি বলেন, প্রার্থীদের নিজের কর্মীদের আচরণবিধি বিষয়ে সচেতন করতে হবে। যদি কোনো কর্মী বিধি লঙ্ঘন করে, তার দায় প্রার্থীর উপরই বর্তাবে।

ইউনুচ আলী বুধবার (২১ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে এবং তারা নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে প্রার্থীদেরও তাদের কর্মীদের মাধ্যমে আচরণবিধি মেনে চলার দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, “আগামীকাল থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে। আশা করি প্রার্থীরা নিজে এবং কর্মীদের মাধ্যমে আইন মেনে চলবেন। কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীর ওপরই বর্তাবে।”
মোহাম্মদপুর থানার উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, “ঢাকা-১৩ আসনে পুলিশের পক্ষ থেকে আমি দায়িত্বে থাকবো। কাজটি চ্যালেঞ্জিং হলেও আমরা কোনো ছাড় দেবো না। নির্বাচন চলাকালীন কোনো অনিয়ম হবে না।”
এই নির্দেশনা প্রার্থীদের এবং তাদের সমর্থকদের জন্য স্পষ্টভাবে জানানো হয়েছে, যাতে নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


