করণ ও তেজস্বীর বিয়ের তোড়জোড় শুরু!

করণ ও তেজস্বী

বিনোদন ডেস্ক : ‘বিয়ে কবে করতে চলেছেন?’ Bigg Boss 15 খ্যাত জুটি করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশকে একাধিকবার এই প্রশ্ন করা হয়েছে। কিছুদিন আগেই আক্ষেপের সুরে তেজু বলেছিলেন, ‘উনি তো জিজ্ঞেসই করেন না!’ এবার সেই আক্ষেপ মিটিয়ে দিলেন করণ।

করণ ও তেজস্বী

বলিউডে বিয়ের সানাই। হৃত্বিক-সাবা থেকে মালাইকা-অর্জুন বা সুজান-আরসালানের বিয়ে নিয়ে জোর জল্পনা চলছে। এরই মাঝে বিয়ে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন টেলিউডের জনপ্রিয় তারকা করণ কুন্দ্রা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, শীঘ্রই তেজস্বী প্রকাশকে বিয়ে করতে চান তিনি। অভিনেতার স্বীকারোক্তির পর থেকেই হইচই শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। কবে বিয়ে করতে চলেছেন দুই তারকা তা নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা। বিয়ের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে কিনা সেই সম্পর্কেও জানতে আগ্রহী TejRan অনুরাগীরা।

বিগ বস ১৫-র ঘরে তেজস্বী প্রকাশের সঙ্গে পরিচয় হয়েছিল করণ কুন্দ্রার। প্রথম আলাপে প্রেম জমে উঠেছিল, তা নয়। তবে ধীরে ধীরে ঘনিষ্ঠ হন দুই তারকা। এ প্রসঙ্গে করণ একবার বলেছিলেন, “তেজস্বীকে আমার অদ্ভুত লাগত। সকলের থেকে আলাদা লাগত। ওর হাবভাব, চালচলন, হাসিমুখ দেখতে ভালো লাগত। প্রথমে বুঝতে পারিনি যে প্রেমে পড়েছি। তবে পরে বুঝতে পারি যে এই অনুভূতির নামই তো ভালোবাসা। এরপর আর ওর থেকে দূরে থাকতে পারিনি।” তেজস্বীও একাধিকবার জানিয়েছেন যে তিনি করণকে ভীষণ ভালোবাসেন। দুই তারকাকে একসঙ্গে সময় কাটাতেও দেখা যায়।

কিছুদিন আগে রটে গিয়েছিল যে করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ লুকিয়ে আংটি বদল করে ফেলেছেন। কিছুজনের দাবি, তাঁদের বিয়েও হয়ে গিয়েছে। তবে যা রটেছে তা যে সত্যি নয় সেই কথাও জানিয়ে দিয়েছেন করণ এবং তেজস্বী। বিয়ে হলে সেই কথা প্রকাশ্যে আনতে পিছপা হবেন না, তাও জানিয়েছেন টিভি দুনিয়ার উজ্জ্বল দুই নক্ষত্র। তবে এবার করণ জানালেন যে তিনি বিয়ের প্ল্যান করছেন। তাঁকে প্রশ্ন করা হয় বিয়ের পরিকল্পনা করছেন? করণের অকপট উত্তর, “খুব তাড়াতাড়িই হবে। সবকিছু ঠিকঠাক চলছে। সব ঠিকঠাক আছে।”

বিগ বস ১৫-র ঘরে প্রেমের সূত্রপাত। ধীরে ধীরে দর্শকের ‘প্রিয় কাপল’ হয়ে ওঠেন করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ। বর্তমানে হাজার হাজার ভক্তদের কাপল গোলস দিচ্ছেন তাঁরা। কবে বিয়ের পিঁড়িতে বসছে TejRan? বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের পর থেকে। কানাঘুষোয় শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই নাকি দুই অভিনেতা বিয়ের পিঁড়িতে বসবেন।

বিয়ে নিয়ে প্রশ্ন করায় অকপট উত্তরও দিয়েছেন করণ এবং তেজস্বী। অতীতে করণ এ বিষয়ে বলেছিলেন, “আমি মেনে নিয়েছি যে আমার বিয়ে তেজস্বীর সঙ্গেই হবে। এই প্রথমবার কোনও বিয়ের ঘটকালি করছে গোটা ভারত।”

এবার তেজস্বী প্রকাশকে এই প্রশ্ন করা হয়েছিল। অভিনেত্রী জানিয়েছেন, এখনও করণ তাঁকে বিয়ের জন্য প্রোপোজ করেননি। করণ নাকি উমর রিয়াজের সঙ্গে ব্যস্ত থাকেন! আর তাঁকে বিয়েও করতে পারেন!

সম্প্রতি উমরের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে করণকে। বিগ বসের আরও এক রুমমেটের সঙ্গে আড্ডা মারতে গিয়ে তেজস্বীর ফোন তোলেননি করণ। আর তাতেই গোঁসা হয়েছিল তেজস্বীর।

তবে বিগ বস ১৫ শেষ হওয়ার পরেও অটুট রয়েছে করণ এবং তেজার ভালোবাসা। একে অপরের বাহুডোরে স্বস্তি খুঁজে পেয়েছেন তাঁরা।

বিগ বসের ঘর থেকে বেরিয়ে দুই অভিনেতার মধ্যে সম্পর্ক থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছিল একসময়। অনেকে তাঁদের রিয়েলিটি শো কাপলের তকমা দিয়েছিলেন।

ফাঁকা ঘরে বিড়ালের সঙ্গে খেলায় মাতলো ছোট্ট টিয়া

এর আগে Anusha Dandekar-এর সঙ্গে জমিয়ে প্রেম করেছেন Karan Kundrra। তাঁর আগে Kritika Kamra-র সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তবে তেজস্বী এই প্রথমবার খোলাখুলি নিজের প্রেম জীবন নিয়ে কথা বলছেন।

কিছুদিন আগে Karan Kundra -র সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তেজস্বী বলেছিলেন, “আমরা পারফেক্ট কাপল নই। আমরা বিগ বস হাউজের অন্দরেও পারফেক্ট কাপল ছিলাম না। প্রতি মুহূর্তে ঝগড়া হতো। এমনকী ব্রেক আপও হয়েছে। কিন্তু, পরে আবার মিটমাট হয়ে গিয়েছে। বাস্তবেও আমরা এরকমই।”