বিনোদন ডেস্ক : কবে রুপালি পর্দায় ধরা দেবে শাহরুখপুত্র–এমন প্রশ্ন যখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, ঠিক সে মুহূর্তেই পরিচালক করণ জোহরের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন শাহরুখপুত্র আরিয়ান খান।
বলিউড ইন্ডাস্ট্রিতে শাহরুখ খানের অভিনয়ের দাপট দেখেছে দর্শক। তাই শাহরুখের ছেলে আরিয়ানকে অভিনয় দেখতে আগ্রহের শেষ নেই তাদের। খুব শিগগিরই বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখকন্যা সুহানা খানের। জোয়া আখতার পরিচালিত ছবি ‘দ্য আর্চিজ’-এর হাত ধরে তার বলিউডে অভিষেক হতে চলেছে।
তাই আরিয়ানের অভিনয় দেখতে দর্শক এখন মুখিয়ে আছে। কিন্তু সুদর্শন এই যুবক পরিচালনায় নাম লেখালেও নায়ক হিসেবে এখনও অভিষেক ঘটেনি তার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, একবার নয়, আরিয়ানের কাছে একাধিকবার অভিনয়ের প্রস্তাব নিয়ে গেছেন করণ জোহর। বাবা শাহরুখের ভালো বন্ধু হওয়ার পরও তার কেন অভিনয়ে অনীহা, তা অবশ্য এখনও বুঝে উঠতে পারছেন না অনেক নেটিজেনই।
এ বিষয়ে করণ জোহর বলেন, ‘ও এখনও ছোট, ঠিক সময়ে নিজেই বুঝে যাবে, গোটাটাই তো পরিবারের মধ্যে।’ শুধু করণ নন, পরিচালক জোয়া আখতারকেও ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান। কারণ হিসেবে তার স্পষ্ট জবাব: তিনি অভিনেতা হতে চান না। বরং ক্যামেরার নেপথ্যে থাকতেই বেশি পছন্দ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।