করণ জোহরের হাত ধরতে চলেছেন শাহরুখ-কন্যা সুহানা

করণ জোহর ও সুহানা

বিনোদন ডেস্ক : পরিচালক ও চিত্রনাট্যকার জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউড যাত্রা শুরু হচ্ছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। ছবির টিজার ইতোমধ্যে দেখেছে দর্শক। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।

করণ জোহর ও সুহানা

অনেকেই অবাক হয়েছিলেন জোয়ার হাত ধরে সুহানার বলিউড অভিষেকের খবরে। কারণ, পরিচালক-প্রযোজক করণ জোহরের মানস কন্যা সুহানা। ছোট থেকেই বেস্ট ফ্রেন্ড শাহরুখের মেয়েকে কোলেপিঠে করে মানুষ করেছেন করণ।

তাই অনেকেই ভেবেছিলেন- আলিয়া, অনন্যাদের মতো সুহানাকেও বলিউডে লঞ্চ করবেন করণ। সেটা হয়নি। তবে একটু দেরিতে হলেও করণ জোহরের হাত ধরতে চলেছেন সুহানা। ভারতীয় সংবাদমাধ্রমের খবর, পরিচালক করণের আগামী ছবির নায়িকা হতে চলেছেন সুহানা।

বরাবরই সুহানার সবচেয়ে বড় চিয়ারলিডার করণ। ভেরোনিকার চরিত্রে সুহানার ফার্স্ট লুক দেখে নিজের উত্তেজনা চেপে রাখতে পারেননি করণ। প্রকাশ্যে প্রশংসা করেছেন সুহানার। তিনি লেখেন, ‘বাচ্চাদের দারুণ লাগছে!!! সুহানা তোমার জন্য উচ্ছ্বসিত।’

মাস কয়েক আগে শোনা যায়, ‘দ্য আর্চিস’-এর পর সিদ্ধার্থ আনন্দের ছবিতে দেখা যাবে সুহানাকে। ‘পাঠান’ পরিচালকের সেই ছবিতে থাকবেন খোদ শাহরুখ খানও। তবে এবার জানা যাচ্ছে, প্ল্যানে বদল এসেছে। সিদ্ধার্থ নয়, করণ জোহরের হাত ধরে বক্স অফিস পা দেবেন সুহানা।

তবে করণের স্টুডেন্ট হিসাবে নয়, একদম নতুন চিত্রনাট্যে ধরা দেবেন শাহরুখ-কন্যা। পুরোদস্তুর প্রেমের ছবি হবে করণের এই ফিল্ম। এখনো চূড়ান্ত হয়নি চিত্রনাট্য, তাই খুব শিগগিরই ছবির কাজ শুরু হবে না।

বউ সাজতে গিয়ে প্যান্ট খুলে গেল অভিনেত্রীর

সূত্র জানাচ্ছে, প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরের শেষে ফ্লোরে যাবে এই ছবি। করণ-সুহানা জুটিকে দেখতে শুধু দর্শক নয়, উত্তেজিত বলিউডও।