করণ জোহরের মাকে যা বলেছিলেন শাহরুখ

শাহরুখ

বিনোদন ডেস্ক : বলিউড কয়েক দশক ধরে বেশ কিছু বন্ধুত্ব গভীর হতে দেখেছে। বলিউডের সে রকমই এক অটুট বন্ধুত্ব রয়েছে ছবি নির্মাতা কর্ণ জোহর এবং অভিনেতা ‘কিং খান’ শাহরুখের মধ্যে।

শাহরুখ

বলিউড কয়েক দশক ধরে বেশ কিছু বন্ধুত্ব গভীর হতে দেখেছে। বলিউডের সে রকমই এক বন্ধুত্ব ছবি নির্মাতা কর্ণ জোহর এবং অভিনেতা ‘কিং খান’ শাহরুখের মধ্যে। অন স্ক্রিনে যেমন এই জুটি একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন, তেমনই পর্দার বাইরেও তাঁদের বন্ধুত্বের গল্প সাড়া ফেলেছে।

শাহরুখের সঙ্গে কর্ণের বন্ধুত্ব নাকি এমনই অটুট ছিল যে, শাহরুখ এক সময় কর্ণের জন্য বুলেটের সামনে দাঁড়াতেও রাজি ছিলেন।

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির মুক্তির সময়কার ঘটনা। গ্যাংস্টার আবু সালেমের কাছ থেকে ফোন এসেছিল কর্ণের কাছে। এই ফোন তুলেছিলেন কর্ণের মা হিরু জোহর। ফোনে হুমকি দিয়ে তাঁকে বলা হয়, ‘‘আপনার ছেলে বাড়ির নীচে একটি লাল রঙের টিশার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাঁকে দেখতে পাচ্ছি। যদি শুক্রবার ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিটি মুক্তি পায়, তা হলে পরের বার আমরা গুলি চালিয়ে দেব।’’

হুমকি শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন হিরু। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বাড়ির নীচ থেকে টেনে এনে কর্ণকে ঘরে আনেন। খবর দেওয়া হয় পুলিশকেও। সেই সন্ধ্যায় কর্ণের বাবা যশ জোহর, শাহরুখ খান, পুলিশ, আদিত্য চোপড়া সবাই কর্ণের বাড়িতেই ছিলেন। পুলিশের এক কর্তার পরামর্শ দিয়েছিল, ‘‘আমরা আপনাকে রক্ষা করব। তবে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি ভয় পাবেন না। আপনাকে বৃহস্পতিবারই ছবির প্রিমিয়ার এবং শুক্রবার ছবির মুক্তি করাতে হবে।’’

ক্যারিয়ার নষ্ট করতে ওই ভিডিও ফাঁস করা হয়েছে : প্রিয়াংকা

হুমকি সত্ত্বেও কর্ণ সকলকে নিয়ে ছবির প্রিমিয়ারে পৌঁছন। ছেলের উপর হামলা চালানো হতে পারে ভেবে ভয়ে কাঁটা হয়েছিলেন তাঁর মা হিরু। এই সময় পাশে এসে দাঁড়ান শাহরুখ। হিরুকে আশ্বস্ত করে ‘কিং খান’ বলেছিলেন, “কী বাজে কথা! আমি এখানে কর্ণের সামনে দাঁড়িয়ে আছি। দেখি কে ওকে গুলি করে। আমি গুলির সামনে দাঁড়িয়ে থাকব। কিছুই হবে না। ও আমার ভাইয়ের মতো। ওকে কিছু হতে দেব না।’’ তাঁদের বন্ধুত্বের এই কিস্‌সা‌ ২০১৭ সালে একটি বইয়ে লিখেছিলেন স্বয়ং ‘কে-জো’।