করুণ মৃ.ত্যু হলো আনসার বাহিনীর দলনেতার

aansaar

জুমবাংলা ডেস্ক : বগুড়ার ধুনটে নিজ বাড়িতে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে এই ঘটনা ঘটে।

aansaar

নিহত আব্দুল মজিদ ওই গ্রামের শুক্কুর আলির ছেলে। তিনি ধুনট সদর ইউনিয়ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আব্দুল মজিদের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এ কারণে আব্দুল মজিদ নিজেই বাড়িতে রান্না করে থাকেন। শুক্রবার সকালে নিজ বাড়ির রান্না ঘরের ভেতর বৈদ্যুতিক হিটারে খাবার রান্না করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মজিদের মৃত্যু হয়।

৪০ বছর বয়সেও পুরুষের ঘুম কাড়ছেন এই ৫ নায়িকা

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে আব্দুল মজিদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।