করুণ মৃ.ত্যু হলো জামায়াত নেতার

Nata

জুমবাংলা ডেস্ক : লাঠির আঘাতে জামায়াতে ইসলামী বাংলাদেশ নওগাঁর সাপাহার উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ হিল কাফির মৃত্যু হয়েছে।

Nata

শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জামায়াত নেতা সাপাহার উপজেলার কাওয়াভাসা গ্রামের মাও. আব্দুর রহিমের ছেলে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ জানান, শুক্রবার (৩০ আগস্ট) রাতে দলীয় কার্যালয় থেকে মিটিং শেষে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন আব্দুল্লাহ হিল কাফি। পথে উপজেলার সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ি থামিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে দলীয় কিছু লোকজন ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে সড়কের ওপরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা আরও একজন গুরুতর আহত হয়।

ভোজপুরি গানে শাড়ি পড়ে উদ্দাম ড্যান্স দিলো সুন্দরী যুবতী

ওসি আরও জানান, এ বিষয়ে সাপাহার থানায় একটি হত্যাসহ ছিনতাইয়ের মামলা হয়েছে।