বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কষ্টার্জিত টাকায় কিনতে পারেন টেকসই এই স্মার্টফোনগুলো। সবার কাছে দ্বিধাহীন পছন্দের তালিকায় রয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন। কারণ এ ফোনগুলো অপারেট করা খুবই সহজ। নেই কোনো ঝামেলা। ফলে বিশ্বে প্রতিবছর কোটি কোটি অ্যান্ড্রয়েড ফোন বিক্রি হয়ে থাকে।
অনেকের স্মার্টফোন সম্পর্কে সঠিক ধারণা না থাকায় কোন ফোনটি তার জন্য ভালো হবে তা বুঝে উঠতে পারেন না। ফলে মোবাইল ফোন মার্কেটে গিয়ে বিক্রেতার মন গলানো কথা মজে যেমন তেমন একটা ফোন কিনে নিয়ে আসেন। এতে যেমন টাকার অপচয় হয়, ঠিক তেমনি ভালো সার্ভিসও পাওয়া যায় না।
চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ফোনগুলো :
১. গুগল পিক্সেল ৬ (The Google Pixel 6) : ফোনটিতে রয়েছে দারুণ সব ফিচার। ৬.৪ ইঞ্চি ডিসপ্লে বিশিষ্ট ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি রম। এছাড়া দারুণ ক্যামেরা সুবিধা। গুগলের এই ফোনটির দাম ৫৯৯ ডলার। যা বাংলাদেশি টাকায় সাড়ে ৫১ হাজার টাকা।
২. আসুস রগ ফোন ৫এস (Asus ROG Phone 5s) : ৬.৭৮ ইঞ্চি বিশিষ্ট ফোনটিতে রয়েছে ১৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সুবিধা। ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। দাম ৯৯৯ ডলার। যা বাংলাদেশি টাকায় ৮৬ হাজার।
৩. ওয়ান প্লাস ৯ প্রো (OnePlus 9 Pro) : দাম ১০৬৯ ডলার। যা বাংলাদেশি টাকায় ৯২ হাজার। দামের তুলনায় ব্যাটারি ক্যাপাসিটি খুবই কম মাত্রা ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার।
৪. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ (Samsung Galaxy Z Fold 3) : যদিও এই ফোনটির দাম অনেক ১৭৯৯ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা। তবে স্যামসাং গ্যালাক্সি প্রেমীদের কাছে টাকা থেকে পণ্যের গুণগত মান অধিক গুরুত্বপূর্ণ।
৫. গুগল পিক্সেল ৫ এ (Google Pixel 5a) : ৫জি নেটওয়ার্ক সম্বলিত এই ফোনটিতে রয়েছে ৬.৩৪ ইঞ্চি ডিসপ্লে। স্নাপড্রাগন চিপ। ৪ হাজার ৬৮০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এটির দাম ৪৪৯ ডলার। যা বাংলা টাকায় ৪৩ হাজার টাকা।
৬. শাওমি এমআই ১১ উল্ট্রা (Xiaomi Mi 11 Ultra) : শাওমি প্রেমীদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো এ ফোনটি। ১০৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৯৫ হাজার টাকা। এতে রয়েছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ৬৭ ওয়াটের ফাস্ট চার্জার। ৫০ মেগা পিক্সেল ক্যামেরা।
৭. স্যামসাং গ্যালাক্সি এস ২১ উল্ট্রা (Samsung Galaxy S21 Ultra) : অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ক্যামেরার দিক দিয়ে এটি দারুণ ফোন। রয়েছে ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা। ৬.৮ ইঞ্চি ডিসপ্লে। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ১২/১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সুবিধা। এর দাম ১১৯৯ ডলার বা ১ লাখ ৩ হাজার টাকা।
ছবিটি জুম করে বাড়ি দুটির মধ্যে পাঁচটি পার্থক্য খুঁজে বের করুন
৮. সনি এক্সপিরিয়া ১ থ্রি আই (Sony Xperia 1 III) : গত বছরের শেষে সনি প্রেমিদের জন্য এটি ছিল দারুণ একটি ফোন। এর দাম ১১৯৮ ডলার বা ১ লাখ ৩ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।