‘কথা কইয়ো না’ গান নিয়ে অনুভূতি জানালেন রাজ

রাজ

বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশ পেয়েছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের নতুন গান ‘কথা কইয়ো না’। গানটি শুনে রাতেই নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার আলোচিক নায়ক শরীফুল রাজ।

রাজ

সোমবার (১২ জুন) রাত ১১টার দিকে এ প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করেন অভিনেতা। সেখানে রাজ কোক স্টুডিওর নতুন গানটির লিংক শেয়ার করেন। পাশাপাশি নিজের অনুভূতি জানিয়ে ক্যাপশনে লেখেন মাত্র দুটি লাইন।

ইংরেজিতে পোস্ট করা ওই ক্যাপশনে তিনি লেখেন, ‘ম্যাজিক… ফিড ইওর সোল উইথ ফুল ভলিউম।’

ক্যাপশনের এসব শব্দে বোঝাই যাচ্ছে, নতুন এ গানটি বেশ মনে ধরেছে অভিনেতা রাজের। নতুন ফিউশন আঙ্গিকে গানটি তৈরি করা হলেও এটি মূলত কবি হাশিম মাহমুদের একটি মৌলিক গান।

শরীরটা আমার কাছে একটা যন্ত্র : ঋতাভরী চক্রবর্তী

নতুন করে সে গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। গানটিতে কন্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু ও লোকসংগীত শিল্পী আলেয়া বেগম। তাদের সঙ্গে গানটিতে আলাদা এক সুরের আকুলতা তৈরি করেছেন প্রতিভাবান একঝাঁক শিল্পী।