বিনোদন ডেস্ক : বিকিনি বিতর্কের জেরে ‘পাঠান’ নিয়ে অনেক কথা শুনতে হয়েছে বলিউড কিং শাহরুখ খানকে। ‘বেশরম রং’ মুক্তির পর থেকেই নেটপাড়ার একটা বড় অংশের রোষের মুখে পড়েন শাহরুখ ও দীপিকা। কট্টরপন্থীরা এই সিনেমাকে ‘হিন্দুবিরোধী’ বলে বাতিলের চেষ্টাও করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিছুদিন আগেই শাহরুখ খানকে কটাক্ষ করে ‘পাঠান’ সিনেমা তার মেয়েকে নিয়ে দেখানোর কথা বলেছিলেন মধ্যপ্রদেশের বিধানসভা স্পিকার গিরীশ গৌতম। এবার মুখে কোনো জবাব না দিলেও কাজ করে দেখালেন শাহরুখ।
গত সোমবার যশরাজ স্টুডিওতে বলিউড তারকা শাহরুখ খান তার মেয়ে সুহানাকে নিয়ে ‘পাঠান’ সিনেমা দেখলেন। যশরাজ ফিল্মসের স্টুডিওতে হয়েছিল বিশেষ এই স্ক্রিনিং। উপস্থিত ছিলেন- গৌরী খান ও আরিয়ান খানও। এই স্ক্রিনিংয়ের মাধ্যমে যেন তারই জবাব দিয়েছেন শাহরুখ খান।
‘পাঠান‘ সিনেমার টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্কের মধ্য দিয়েই গত বছরের ডিসেম্বরে মধ্যপ্রদেশের বিধানসভার স্পিকার তথা বিজেপি নেতা গিরীশ গৌতম বলেন, ‘শাহরুখের উচিত তার মেয়ের সঙ্গে বসে সিনেমাটা দেখা। আর সেই ছবি পোস্ট করে সবাইকে জানান যে শাহরুখ তার মেয়ের সঙ্গে ছবিটা দেখেছেন।’
এমন পরিস্থিতিতেই সুহানা, আরিয়ান ও গৌরীকে ‘পাঠান’ দেখালেন শাহরুখ। ক্যাজুয়াল লুকেই যশরাজ ফিল্মসের অফিসে গিয়েছিলেন প্রত্যেকে। তবে ছবি দেখে তাদের কেমন লেগেছে তা এখনো জানা যায়নি।
আগামী ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পাঠান’। বিতর্ক সত্ত্বেও শাহরুখের কামব্যাক সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। রেকর্ড ওপেনিং পেতে পারে সিনেমাটি, এমনটাই মনে করছেন অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।