বিনোদন ডেস্ক : কলকাতার রানাঘাট স্টেশনে গান গেয়ে ভাইরাল হওয়া রানু মণ্ডলের কথা নিশ্চই মনে আছে। পেটে ক্ষুধা নিয়ে ছেঁড়া পোশাকে সুরেলা কন্ঠের রানুর সেই ভিডিও ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। এরপর রাতারাতি জীবন পাল্টে গিয়েছিল তার।
সরাসরি চলে গিয়েছিলেন মুম্বাইয়ে। সঙ্গিত পরিচালক হিমেশের সঙ্গে রানুর তেরি মেরি কয়েক মাস খুব চলেছিল নেট মাধ্যমে। তবে সেই ঘোর কেটে যায় কয়েকমাস পরেই। ভাগ্যের রদবদলের ফেরে রানুর জীবন এখন যেন আগের থেকে আরো খারাপ অবস্থায় আছে। তার এমন উপহাসময় জীবনের উপর সিনেমা নির্মান করা হচ্ছে। তবে রানু মণ্ডলের ভাগ্যের চাকা ঘুরেফিরে একই আছে।
সবদিন কারও সমান যায় না। এই কথাটা বোধ হয় সব থেকে বেশি খাটে রাণাঘাটের রানু মণ্ডলের জন্য। জীবন তাকে নিয়ে যেন ছিনিমিনি খেলেছে বারবার। জীবন তাকে সব কিছু দিয়েও কেড়ে নিয়েছে। রাণাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গাইতেন রানু। হঠাৎ একদিন হয়েছিল ভাগ্যের বদল।
সুরকার হিমেশ রেশমিয়ার সুরে গান গাওয়ার প্রস্তাব পান রানু। মুম্বাইতে গিয়ে তারকাদের রমরমা লাইফস্টাইলও পেয়েছিলেন কদিনের জন্য। তারপর এক সময় ফিকে হতে শুরু করে তার খ্যাতি। সবই যেন হয়ে গেল আগের মতো আবার।
নির্মান করা হচ্ছে রানু মণ্ডলের বায়োপিক। জীবনে আসা নানা ওঠা-পড়া, সেগুলো কাটিয়ে ওঠা, কেন তিনি রানাঘাট স্টেশনে আশ্রয় নিয়েছিলেন। সবটা নিয়ে তৈরি হয়েছে সিনেমা। হৃষিকেশ মণ্ডলের পরিচালনায় আসছে এক প্যায়ার কা নাগমা হ্যায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সেক্রেড গেমসের ঈশিকা দে। প্রথমে শোনা গিয়েছিল সিনেমা নাম হবে মিস রানু মারিয়া, তবে তা পালটে নাম রাখা হয়েছে এক প্যায়ার কা নগমা হ্যায়। যার শ্যুটিং আপাতত শেষ এই সিনেমার জন্য নাকি ৫০ হাজার টাকা পেয়েছেন রানু নিজে।
নিতা আম্বানির এই ফোনের মূল্য দিয়ে একটি রাজপ্রাসাদ বানানো যাবে
উপার্জন সেই অর্থে আর হয় না। রাণু মণ্ডল এখন প্রচার থেকে অনেক দূরে। নিজের ভাঙাচোরা বাড়িতেই থাকেন। খাবার কোনওদিন জোটে, কোনওদিন জোটে না। আর্থিক পরিস্থিতি যেন আরও খারাপ। কিছু কিছু ইউটিউবার খাবার এনে দেয় রানুকে। সেটাই খান তিনি। মাঝে মাঝে আবার ইউটিউবারদের দেখলে তেড়েও আসেন। বায়োপিকের কল্যাণে আবারও কী প্রচারের আলোয় আসবেন রানু মণ্ডল? তা এখন কেবল সময়ের অপেক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।