বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন গত মাসের (২৭ নভেম্বর)। বিয়ের পরদিন পিয়া চক্রবর্তীর অস্ত্রোপচার করা হয়। এখন সুস্থ হয়ে নবদম্পতি হানিমুনে গিয়েছেন।
এই মুহূর্তে তারা আয়ারল্যান্ডের ডাবলিনে রয়েছেন। সেখানে বড়দিনের আমেজ জমজমাট। ডাবলিনের বিখ্যাত মালাহাইড ক্যাসেলের টুকরো ছবি এদিন নিজের ফেসবুকে তুলে ধরেন পিয়া। তাতে উঠে এল ক্রিসমাস ট্রি। ক্যাপশনে লেখা- ‘ডাবলিনে এখন ক্রিসমাসের মৌসুম।’
অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি পোস্ট করেন পরমব্রতের স্ত্রী। তাতে কালো হাইনেক গেঞ্জির ওপর লং কোট পরে দেখা গেল পিয়াকে, মাথায় টুপি, হাতে গ্লাভস। ডাবলিনের ঠাণ্ডা থেকে বাঁচতে উষ্ণ পানীয় চুমুক দিচ্ছেন। পরমব্রত অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবনের কোনোকিছু একেবারেই পোস্ট করেন না।
স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ‘অনুশোচনায়’ ভুগে আত্মসমর্পণ স্বামীর
শুরু হয়েছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিবার উদ্বোধনী মঞ্চে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় পরমব্রতকে। তবে এবার শুরুতে থাকছেন না তিনি। প্রিয় মানুষকে নিয়ে ছুটি কাটাতে যাবেন বলেই উৎসব থেকে একটু দূরে পরমব্রত। জানা গেছে, উৎসবের শেষদিনের অনুষ্ঠান সঞ্চালনা করবেন এই নায়ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।