বিনোদন ডেস্ক : এখনও কারও কারও মোবাইলের রিং টেনে বেজে ওঠে ‘মাই হার্ট উইল গো অন’। নিশ্চয় বুঝতে পারছেন কোন গানের কথা বলছি। হ্যাঁ, নব্বই দশকের বেশির ভাগ শ্রোতার ইংরেজি গান শোনার শুরু এই গানের মাধ্যমেই। জনপ্রিয় এই গানটি যিনি গেয়েছেন, তিনি ভুগছেন বিরল এক অসুখে।
বিখ্যাত ‘টাইটানিক’ ছবির গানটির গায়িকার নাম সেলিন ডিওন। প্রায় এক বছর থেকে তিনি বিরল স্নায়ুরোগে ভুগছেন। এই রোগটির নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’।
গত বছর ডিসেম্বরে এই রোগের কথা জানিয়েছিলেন সেলিন নিজেই। ফলে একাধিক লাইভ কনসার্টও তাকে বাতিল করতে হয়েছিল। রোগ ধরা পড়ার পর থেকেই চিকিৎসাধীন হলিউডের জনপ্রিয় এই গায়িকা। তবে বছরখানেক চিকিৎসার পরেও তেমন কোনো উন্নতি হয়নি গায়িকার শারীরিক অবস্থার।
সম্প্রতি একটি সংবাদমধ্যমকে সেলিনের বোন ক্লডেট ডিওন জানান, নিয়ম মেনে জীবনযাপন করেও ওই বিরল রোগের হাত থেকে রেহাই পাননি সেলিন।
তিনি আরও বলেন, ‘সেলিন কোনো দিন অনিয়ম করেনি। আমাদের মা বলতেন, যা করবে, মন দিয়ে করবে, তাতে নিজের সবটুকু উজাড় করে দেবে। সেলিন চিরকাল সেই কথাই শুনে এসেছে। ওকে এভাবে দেখে ভীষণ কষ্ট হয়।’
মঞ্চে গান গাওয়া নিয়ে ক্লডেট ডিওন বলেন, ‘আমরা নিজেরাও অনিশ্চিত এই বিষয়টা নিয়ে। তবে আমরা আশাবাদী ও খুব শিগগির মঞ্চে দর্শকদের সামনে হাজির হবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।