বিনোদন ডেস্ক : ক্যানসারে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হিনা খান। বিষয়টির সত্যতা তিনি তার ইনস্টাগ্রামে নিশ্চিত করেছিলেন। সম্প্রতি তার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে।
চিকিৎসা শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি। গত ২৮ জুন ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি ‘সত্য’ বলে নিশ্চিত করেন অভিনেত্রী।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন, ‘চলমান গুঞ্জন আমার নজরে পড়েছে। যারা আমার ভক্ত, যারা আমাকে ভালোবাসেন সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিচ্ছি। আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়েছে, এখন স্টেজ থ্রিতে রয়েছে। চ্যালেঞ্জিং একটি রোগ শনাক্ত হওয়ার পরও বলছি, আমি ভালো আছি। ক্যানসার মুক্ত হওয়ার বিষয়ে আমি আত্মবিশ্বাসী। এরই মধ্যে আমার চিকিৎসা শুরু হয়েছে। ক্যানসার মুক্ত হওয়ার জন্য যা যা করণীয় তা করার জন্যও আমি প্রস্তুত।’
এরপর বৃহস্পতিবার (৪ জুলাই) তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আয়নার সামনে লম্বা চুল খুলে বসে আছেন অভিনেত্রী। তার চুলের একাংশ নিয়ে এক বন্ধু যত্ন নিয়ে বেনী করে দিচ্ছেন। পাশে বিছানায় বসে হিনার মা কাঁদছে। মাকে সান্ত্বনা দিচ্ছেন মেয়ে, হাত বাড়িয়ে মাকে বলছেন, ‘কেঁদো না মা প্লিজ। এটা তো শুধু চুলই মা।
এই ভিডিওর সঙ্গে লম্বা একটি আবেগঘন পোস্টও লেখেন অভিনেত্রী। সেখানেই তিনি উল্লেখ করেন, নিজের চুল দিয়ে নিজের জন্যই একটি সুন্দর পরচুল (উইগ) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই কঠিন সময়ের প্রত্যেকটি মুহূর্ত তিনি স্মৃতিতে ধরে রাখছেন, নিজের লড়াই নিজের শক্তির কথা মাথায় রেখে, অন্যদের অনুপ্রাণিত করার জন্য।
তার ভাষায়, কঠিন যুদ্ধে জয়ী হতে গেলে সমসাময়িক কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে জেতার জন্য নিজেকে সম্ভাব্য সবরকম পরিস্থিতির জন্য তৈরি করব। আমি আমার চুল পড়া শুরু হওয়ার আগেই তাই তাকে কেটে ফেলেছি। কারণ আমি কয়েক সপ্তাহ পর থেকে এই চুল পড়া, আর তাকে ঘিরে থাকা মনখারাপ সহ্য করতে পারতাম না। তাই, আমি আমার কাছে ভেঙে পড়ার আগেই অলংকার ছেড়ে দেয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমি এটাও উপলব্ধি করেছি, যে আমার আসল অলংকার হলো আমার সাহস, আমার শক্তি এবং আমার নিজের প্রতি আমার ভালোবাসা।
বেশ কয়েক মাস ধরে অভিনেত্রী হিনা খানকে তেমন ভাবে ছোট পর্দা বা বড় পর্দার কোনও কাজে দেখা যায়নি। ২০০৮ সালে ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।