বিনোদন ডেস্ক : অনেক বলি তারকার থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয় থাকেন শিল্পা শেট্টি। পেশাগত জীবনের নানা মুহূর্ত হোক কিংবা ব্যক্তিগত জীবনের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেন সেখানে।
সোশ্যাল মিডিয়য় তাঁর ফলোয়ার্সের সংখ্যাও চোখে পড়ার মতো। যে শিল্পা শেট্টি সোশ্যাল মিডিয়ায় এত সক্রিয় থাকেন, তিনিই এবার ঘোষণা করলেন যে তিনি সামাজিক মাধ্যম ব্যবহার বন্ধ করলেন। তবে, তার কারণও জানিয়েছেন অভিনেত্রী।
এদিন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। পোস্টটিতে কোনও ছবি নেই। কেবলমাত্র কালো ব্যাকগ্রাউন্ড রয়েছে।
ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘একইরকম সমস্ত কিছু দেখতে দেখতে একঘেয়েমি অনুভব করছি। যতদিন না নতুন কিছু পাচ্ছি, সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ রাখলাম।’ অভিনেত্রীর এমন সিদ্ধান্তে অবাক অনুরাগীরা। হঠাৎ কী হল তাঁর। এর আগে পর্ণোগ্রাফি কাণ্ডে জড়িয়ে পড়ার পর শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট ডিলিট করে দেন।
যদিও শিল্পা শেট্টি এখনও পর্যন্ত ডিলিট করেননি। কিন্তু সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করার কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই শিল্পা শেট্টির ওয়েব সিরিজে ডেবিউ করার কথা শোনা যাচ্ছিল। অবশেষে জানা গিয়েছে রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজ দিয়ে আত্মপ্রকাশ হতে চলেছেন তিনি।
ইতিমধ্যেই এই সিরিজে আরও দুই তারকার নাম ঘোষণা হয়েছে। শিল্পা শেট্টি ছাড়াও দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্র এবং বিবেক ওবেরয়কে। এছাড়াও চলতি বছর শিল্পা শেট্টির একাধিক ছবি মুক্তি পাবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবির ঘোষণাও করেছেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।